দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মাহি-সজল অভিনীত ‘হারজিৎ’ ছবির শুটিং চলছিল পুরো দমে। প্রায় ৫০ ভাগ শুটিং শেষ হওয়ার পর হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ‘হারজিৎ’ ছবির শুটিং।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, গত শনিবার এফডিসিতে দ্বিতীয় ধাপের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শুরু হয়নি ছবিটির শুটিং।
শুটিং বন্ধ হওয়া নিয়ে মাহি বলেন, ‘আমি জানতাম শনিবার হতে এফডিসিতে শুটিং। পরিচালক জানিয়েছেন, আপাতত শুটিং হচ্ছে না। শিডিউল পরে জানানো হবে।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘যাকে দর্শকরা চান, যাঁকে দিয়ে ছবিটির ব্যবসা হবে, তাঁকেই ছবিটিতে প্রাধান্য দিতে হবে। ছবির গল্প ঠিক সেভাবেই সাজিয়েছি। তবে কেও যদি মনে করে যে, ছবির গল্প আলাদা করে কাওকে বেশি জায়গা করে দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ছবির শুটিং শুরুর পূর্বেই পরিচালকের সঙ্গে বসে আলোচনা করে নেওয়া উচিত।’
প্রযোজক জাহিদ হাসান বলেন, ‘একটু সমস্যা হয়েছিল ছবির ৪টি দৃশ্য নিয়ে। এখন পুনরায় নতুন করে সাজানো হচ্ছে গল্পের দৃশ্য। তাই একটু সময় নেওয়া হচ্ছে। তাছাড়া তেমন কোনো জটিলতা নেই।’