সকালের নাস্তা গ্রহণের প্রয়োজনীয়তা: ওজন হ্রাস ও অন্যান্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ আপনি কি জানেন যে আপনার সারা দিনের কোন খাবার টি সবচাইতে গুরুত্বপূর্ণ? সকালের নাস্তা সবচাইতে গুরুত্বপূর্ণ খাবার ! যারা  অল্প পরিমাণ  সকালের নাস্তা গ্রহণ করেন তাদের ওজন কমতে পারে, কারণ দিনের পরবর্তী সময়ে বেশি খাবার গ্রহণ না করেও  তাদের ক্যালোরীর ঘাটতি পূরণ হতে পারে – এক গবেষণায় এই তথ্য পাওয়া গিয়েছে।

 

গবেষকরা ৩৩ জন অতিরিক্ত ওজনধারীদের মধ্যে খাদ্যশস্য, ডিম, দুধ, মাখন মিশ্রিত বাদামী টোস্ট , কমলার জুস পরিবেশন করেন। এরপর তারা কিছু অংশগ্রহণকারীদের কম পরিমাণ খাবার সরবরাহ করে এই খাবার হ্রাস কোন প্রভাব ফেলে কিনা তা যাচাই করতে। রিপোর্টে দেখা যায়, খাদ্য হ্রাসের পরেও অংশগ্রহণকারীদের দিনের অন্যান্য সময়ের খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যায়নি।

সকালের নাস্তা গ্রহণের প্রয়োজনীয়তাঃ

Related Post
  • সকালের নাস্তা ভালো মত করলে সারাদিন কম খাওয়া হয়। কারণ নাস্তা খাওয়ার ফলে পেট ভরা লাগে, পরবর্তী তে কম খাওয়া হয়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
  • গবেষণা করে পাওয়া গেছে সকালের নাস্তা যারা খান,তাদের ওজনও কমে ঠিক মত। Journal of the American Dietetic Association এর মতে ওজন কমাতে সকালের নাস্তা সাহায্য করে।
  • lifehacker.com এ ডাক্তার নেরিনা রামলক্ষণ বলেছেন : সকালের নাস্তা সময় মত করলে শরীর কে তার  খাবার সময় মত দেয়া হয়, ফলে সারাদিন সব খাবার ঠিক সময় খেলে , রাতে ভালো ঘুম হয়।
  • এটা মেটাবলিসম শুরু করতে ও বাড়াতেও সহায়তা করে। কারণ সকালের নাস্তা পেটে যাবার মাধ্যমেই    আপনার হজম প্রক্রিয়া শুরু হয়।
  • সকালের নাস্তা না করলে সারাদিন একটি খাই খাই ভাব থাকে। ফলে দিনের পরবর্তী খাবার গুলো বেশি পরিমানে খেতে ও বেশি ক্যালরি, চিনি  ও ফ্যাট যুক্ত খাবার খেতে ইচ্ছা করে। অধিক পরিমানে ও অধিক ক্যালরি ও ফ্যাট যুক্ত খাদ্য খাবার ফলে ওজন বেড়ে যেতে পারে।
  • সকালে খেলে সারাদিন কাজের শক্তি ও পুষ্টি পাওয়া যায়। সারাদিনের কাজেও মনযোগ আসে যদি সকালের নাস্তা ঠিক মত করা হয় ,মন মেজাজ ও ঠিক থাকে।
  • অনেক্ষণ না খেয়ে থাকলে গ্যাস্ট্রিক হতে পারে। যার জন্য আপনি হয়ত সারা জীবন ভুগবেন |
  • নাস্তা না করলে ব্রেইনের কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সব বয়সের সবার জন্যেই সকালের নাস্তা দরকারী। কারণ সারা রাত অনেক্ষণ না খেয়ে থাকার ফলে আমাদের শরীরে রক্তের গ্লুকোজ  কমে যায়,ফলে শরীরের শক্তি কম অনুভব হয়। নাস্তা করলে সেই শক্তি আবার ফিরে আসে।

দেখা যাচ্ছে, সকালবেলার নাস্তা গ্রহণ ক্ষুধা কম লাগা ও ওজন নিয়ন্ত্রণ ও হ্জমেও সহায়ক। তাই আপনার সারাদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ  খাবারটি খেয়ে নিজের শরীর টিকে বাঁচান এবং কর্মক্ষম থাকুন।

This post was last modified on ডিসেম্বর ২১, ২০২২ 12:53 অপরাহ্ন

মাহমুদুর রহমান

Recent Posts

প্রাপ্তবয়স্ক ও শিশুদের ক্ষেত্রে দুধ কখন ও কতোটা খেলে উপকার হবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি দুধ কোন সময় খাচ্ছেন ও কতোটুকু খাচ্ছেন, তা জানা…

% দিন আগে

নতুন বছর ২০২৫ সালে হোয়াটসঅ্যাপের উপহার একগুচ্ছ ফিচার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং এন্ড কলিং প্ল্যাটফর্ম হলো…

% দিন আগে

নুহাশ হুমায়ূন ‘বেসুরা’য় ব্যতিক্রমি চরিত্রে জয়া আহসান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নুহাশের চলচ্চিত্র মানেই এক অন্যরকম অনুভূতি। আর সেই চলচ্চিত্র ‘বেসুরা’য়…

% দিন আগে

গাজার মতোই পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চায় ইসরায়েল: হারেৎজ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গাজার মতোই অধিকৃত পশ্চিম তীরকেও ধ্বংসস্তূপে পরিণত করতে চাই ইসরায়েলি…

% দিন আগে

সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন: ১৫ বছর পর আসল সত্যি জেনে চক্ষু চড়কগাছ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সোনা ভেবে রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনেছিলেন এক ব্যক্তি। ১৫…

% দিন আগে

নোয়াখালীর ঐতিহাসিক বজরা শাহী মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪৩১…

% দিন আগে