The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচ: প্রথম দিনে ৫ উইকেটে ২২১ রান বাংলাদেশের

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আজ ৫ উইকেটে ২২১ রান বাংলাদেশের সংগ্রহে। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া।

bangladesh-england-match-02

সবাই জানি প্রতিপক্ষকে চাপে ফেলতে হলে প্রথম চাই বড় অঙ্কের লিড নেওয়া। সেটা কি পারবে বাংলাদেশ? এখনও কিছু বলা যাচ্ছে না। তবে কাল মাঠে খেলা গড়ালেই বোঝা যাবে।

আজকের খেলার পর বাংলাদেশ ওপেনার তামিম ইকবালের বিশ্বাস পরের ব্যাটসম্যানরা ভালো কিছু করতে পারলে ভালো অঙ্কের লিড নেওয়া অসম্ভব কিছু নয়। তাঁর মতে প্রথম ইনিংসে অন্তত ১০০ রানের লিড নিবে বাংলাদেশ।

আজ (শুক্রবার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘ম্যাচের দুই দিন শেষে এখন যে অবস্থায় রয়েছে, আমরা কিছুটা এগিয়ে রয়েছি সেটি ঠিক। তবে বড় অঙ্কের লিড নিতে পরের ব্যাটসম্যানদের অবশ্যই ভালো কিছু করতে হবে। আমার মতে, ১০০ রানের লিড নিতে পারলে ভালো কিছু করতে পারবো আমরা।’

চট্টগ্রাম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সফরকারী ইংল্যান্ড ২৯৩ রান করে ইনিংস গুটিয়ে যায়। বাংলাদেশ তাদের প্রথম দিন (আজ) ২২১ রান করেছে। বাংলাদেশের হাতে আছে পাঁচ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে ৭২ রানে। অর্থাৎ ৭২ রান পুরণ করার পর ১০০ রানের লিড নিতে হবে তাদেরকে। এখন দেখা যাক কি হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...