দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আবিষ্কৃত উবের উড়ন্ত গাড়ি দিয়ে ৯০ মিনিটের দূরত্বের রাস্তা পার হওয়া যাবে মাত্র ৬ মিনিটেই। এমন একটি পরিষেবা নিয়ে আসছে উবের।
জানা গেছে, লম্বা লম্বা ট্রাফিক জ্যাম, সিগন্যাল কাটিতে এতো দ্রুত পৌঁছনো কিভাবে সম্ভব? অবশ্যই রাস্তা দিয়ে নয়, আকাশপথেই উড়ে পৌঁছে দেবে উবের। এবার ফ্লাইং কার জনসেবায় নিয়ে আসছে এই ক্যাব পরিষেবা সংস্থা।
নতুন এই প্রজেক্টের নাম দেওয়া হয়েছে উবের এলিভেট। এক বিশেষ ধরনের ছোট এয়ারক্রাফট ব্যবহার করা হবে এই পরিসেবাটিতে।
সংস্থাটির তরফ হতে জানানো হয়, এটি একটি ছোট ইলেকট্রনিক এয়ারক্রাফট। যা উলম্বভাবে মাটি হতে উড়বে, নামবেও ঠিক একইভাবে। থ্রি ডায়মেনশনাল এয়ারস্পেস ব্যবহার করে উড়বে এই যানটি। রাস্তার জ্যাম থেকে নিষ্কৃতি পেত্ই এমন পরিসেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে উবের।
এই উদ্যোগ গ্রহণের পর নানা পরিকল্পনা শুরু করেছে উবের। সাদা কাগজে এই ফ্লাইং কারের আউটলাইনও তৈরি করেছে তারা। আগামী ৫ বছরের মধ্যেই এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।