দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সমুদ্রের পানিতে ডুবে যাচ্ছিল সামনের সেতুটি। উপায়ন্তর না দেখে সেই প্রায় ডুবন্ত সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে নজীর দেখালেন এক চালক! দেখুন ভিডিওতে।
পানির মধ্যে দিয়ে চালানো সেই ‘ভয়ঙ্কর’ দৃশ্যটি বন্দি হলো একটি ড্রোন ক্যামেরায়। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের লিন্ডিসফার্নের হোলি আইল্যান্ডে। আর সেই ভিডিওটি অনলাইন মাধ্যমে ভাইরাল।
বিজ্ঞাপনের জন্য হোলি আইল্যান্ডের উপর হতে ড্রোনের মাধ্যমে ছবি তুলছিলেন মার্ক ব্র্যাডশ নামে এক ক্যামেরা ম্যান। সেই সময় হঠাৎ তাদের ক্যামেরায় ধরা পড়ে এই ‘অসাধারণ’ দৃশ্যটি।
ভিডিওতে দেখা যায়, প্রায় ডুবে যাওয়া একটি সেতুর উপর দিয়ে সমুদ্র চিড়ে এগিয়ে চলেছে একটি প্রাইভেট কার। ভিডিওটি সঙ্গে সঙ্গে ইউটিউবে আপলোড করেন মার্ক ব্র্যাডশ। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল এই ভিডিও।
হঠাৎই সেতুটি জোয়ারের পানিতে ডুবে যেতে শুরু করে। ফিরে আসার আর কোনও উপায় না থাকার কারণে সেতুর যে অংশটুকু ভেসেছিল সেখানেই পৌঁছাতে মরিয়া চেষ্টা করেন চালক। পরে অবশ্য উপকূলরক্ষীরা তাঁদের উদ্ধার করে। চালক ছাড়াও ওই গাড়িতে ছিলেন আরও দুই আরোহী।
দেখুন ভিডিওটি