দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২০১৭ সালে অ্যাপলের যে নতুন আইফোন বাজারে আসবে (সম্ভবত আইফোন-৮) তাতে যুক্ত করা হতে পারে তারহীন চার্জিং প্রযুক্তি।
কেজিআই সিকিউরিটিস এর বিশ্লেষক মিং-চি ক্যু ‘অ্যাপল ইনসাইটে এমন তথ্য দিয়ে বলেছেন, ২০১৭ সালের আইফোন মডেলটিতে তারহীন চার্জিং সমর্থন করবে। তারহীন চার্জারের একচেটিয়া সরবরাহকারী পেগাট্রন এর সঙ্গে থাকবে। অ্যাপলের স্মার্টওয়াচ ইতিমধ্যে তারহীন চার্জিং সমর্থন করে। তবে ফোনে তারহীন চার্জ পদ্ধতি কিভাবে থাকবে বা এর অ্যাক্সেসরি পৃথকভাবে কিনতে হবে কিনা তা এখনও জানানো হয়নি।
ইতিপূর্বে ক্যু জানিয়েছিলেন, ২০১৭ সালে আইফোনের ৩টি মডেল আসতে পারে। এগুলো হলো- ৫.১”-৫.২” ইঞ্চি ওএলইডি, ৪.৭” টিএফটি-এলসিডি ও ৫.৫” টিএফটি-এলসিডি। প্রতিটি মডেলে গ্লাস কেসিং এবং তারহীন চার্জিং থাকতে পারে।
টিএফটি-এলসিডি হলো বর্তমানে আইফোনের স্ক্রিণে ব্যবহার করা প্রযুক্তি ও ওএলইডি পরবর্তী প্রজন্মের স্ক্রিণ প্রযুক্তি থাকবে। যাতে রংগুলোকে আরও সঠিকভাবে দেখা সম্ভব হবে।