দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চার বছরের সন্তান নিয়ে স্বামীর থেকে পৃথক হয়ে গেছেন কণ্ঠশিল্পী সালমা। তিনি বলেছেন, তিনি আর বিয়ে করবেন না।
নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সালমার বুকের ভেতর দানা বেঁধেছে নানা কষ্ট। ভেঙে যাওয়া সংসারের কথা বলতে গিয়ে ডুকরে ডুকরে কেঁদে ওঠেন তিনি। ভাঙা গলায় কিছু কথা বোঝা যায়, কিছু আবার একেবারেই বোঝা যায় না।
বিষন্ন কণ্ঠে সংবাদ মাধ্যমকে তার প্রতিক্রিয়ায় জানান, তিনি ক্লান্ত, বিশ্রাম চান, তার যন্ত্রণা যেনো তার কথায় ফুটে উঠছে ‘আমার জীবনে এক বড় ঝড় বয়ে গেলো।’
কান্নার থামিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সালমা আরও বলেন, ‘দেশবাসীর কাছে বলতে চাই আমি কোনো অন্যায় করিনি। আমার পাশে থাকবেন আপনারা।’ তিনি জানিয়েছেন, এখন তার বেঁচে থাকার অবলম্বন আর স্বপ্নের সাথী হলো তার চার বছরের কন্যা স্নেহা ও সুরের ভূবন। দুটি নিয়েই বাকি জীবনটি কাটিয়ে দিতে চান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি কণ্ঠশিল্পী সালমা ও সাংসদ শিবলী সাদিকের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। বিষয়টি নিয়ে গত কয়েক মাস যাবত সংবাদ মাধ্যমে আসছে নানা মুখরোচক খবর। এসব খবরে কখনও কখনও বিস্মিতও হয়েছেন সালমা। কারণ কিছু কিছু সংবাদ মাধ্যম আবার অতিরঞ্জিত খবরও প্রকাশ করেছে। তবে তারপরও সংবাদ মাধ্যমের প্রতি তাঁর রয়েছে অগাধ বিশ্বাস ও ভরসা। তাই তিনি সংবাদ মাধ্যমকে কখনও দোষােরোপ করেন নি। তিনি তার চলার পথে সব সময় সংবাদকর্মীদের পাশে চেয়েছেন এখনও চান।