দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জানিয়েছেন, কোনো রাজনৈতিক দলকে আগামী এক মাস সভা-সমাবেশ করতে দেয়া হবে না। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তিনি জানিয়েছেন।
গতকাল শনিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সভা সমাবেশের উপর ডিএমপির নিষেধাজ্ঞা জারি করা হয়। আজ রবিবার চট্টগ্রামে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধের কথা বললেন।
উল্লেখ্য, গতকাল ১৮ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জাতীয় প্রেসক্লাবের সামনে সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ করে। ডিএমপির নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের অনুমতি ছাড়া প্রেসক্লাবের সামনে কোনো কর্মসূচি পালন করা যাবে না।
এ ঘোষণার পরও গতকাল বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে তাদের নির্ধারিত কর্মসূচি পালন করতে এলে পুলিশের বাধার মুখে পড়ে। ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠন তাদের কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
অপরদিকে আজ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেছেন, সভা-সমাবেশ করতে না দিলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি।
তথ্যসূত্র: একাত্তর টিভি ও বাংলাদেশ নিউজ২৪ডটকম।