দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকা লেন-দেনের অনেক মাধ্যম থাকলেও এবার গুগলের মেইল সেবা ‘জিমেইল’ ব্যবহার করে অনলাইনে অর্থ লেনদেন করা যাবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে ১৮ বছরের ঊর্ধ্বে যেকোনো বয়সী জিমেইল ব্যবহারকারীরা অ্যাটাচমেন্ট আকারে অর্থ লেনদেন করতে পারবেন। ১৫ মে গুগলের বার্ষিক সম্মেলনে গুগল ওয়ালেট সেবাটিকে জিমেইলের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়েছে। খবর হাফিংটন পোস্টের।
গুগল জানিয়েছে, জিমেইলের মাধ্যমে অর্থ লেনদেন সুবিধা চালু হলে ব্যবহারকারীদের ব্যাপক বিশ্বাসযোগ্যতা অর্জন করবে গুগল। গুগলের এটি ভালো একটি সম্ভাবনাময় ক্ষেত্র।
কিভাবে পাঠানো যাবে অর্থ
জিমেইল ব্যবহারকারীরা তাঁদের মেইলের অ্যাটাচমেন্ট অংশে একটি ডলারের চিহ্ন দেখতে পাবেন এবং অন্যকে মেইলের মাধ্যমে অর্থ পাঠাতে পারবেন। এ সেবাটি যুক্তরাষ্ট্রে চালুর ঘোষণা দিলেও অন্যান্য দেশে এটি চালু করার প্রসঙ্গে গুগল এখনও কোনো তথ্য প্রকাশ করেনি।
মেইলের মাধ্যমে অর্থ লেনদেনের গুগলের এ পদক্ষেপ সম্পর্কে প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, ই-কমার্স সাইটগুলোর জন্য গুগলের এ সেবাটি সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: বাংলাদেশনিউজ২৪.কম।