দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধু বাঙালিই নয়, এবার বিদেশীরাও বাংলার প্রতি আগ্রহী হয়ে উঠছেন। যেমনটি ঘটেছে অ্যাডাম কিডরনের ক্ষেত্রে। তিনিবিশ্ব দরবারে বাংলা গানকে পৌঁছে দিচ্ছেন।
অ্যাডাম কিডরন ২০১৪ সালের মে মাসে প্রতিষ্ঠা করেন ইয়ন্ডার মিউজিক অ্যাপস। বর্তমানে এই প্রতিষ্ঠানটির প্রধান নিবার্হী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের ২৪মে মোবাইল অপারেটর কোম্পানি রবির সহায়তায় এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে যাত্রা শুরু করে।
এই প্রতিষ্ঠানটি ইয়ন্ডার মিউজিক অ্যাপসের মাধ্যমে বাংলা গানকে শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছে। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের কাছেও ইংরেজি গানের পাশাপাশি বাংলা গানকে পৌঁছে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে অ্যাডাম কিডরন বলেন, রবির সহায়তায় আমরা চট্টগ্রামে ‘ডাকছে চট্টগ্রাম’ শিরোনামে এক কনসার্টের আয়োজন করেছি। অবশ্য রবিই চেয়েছিলো তাদের চট্টগ্রামের গ্রাহকদের জন্য ভিন্ন কিছু করার জন্য। রবির আহবানে আমরা সাড়া দিয়ে এগিয়ে এসেছি।
তিনি বলেন, এই কনসার্টের মাধ্যমে আমরা বাংলা গানকে আরও বহুদূর এগিয়ে নিতে চাই। বাংলা গান এমনিতেই অনেক এগিয়ে গেছে। এখানে অনেক ভালো ভালো গান হচ্ছে। এসব গানকে আমরা ইয়ন্ডার অ্যাপসের মাধ্যমে খুব সহজেই দর্শকদের কাছে পৌঁছে দেবো। শুধুমাত্র বাংলাদেশের দর্শক নয়, বিশ্বের গানপ্রিয় দর্শকদের কাছেও আমরা বাংলা গানকে পৌঁছে দেবো।