The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অপু বিশ্বাস মার্চে দেশে ফিরছেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভিনেত্রী অপু বিশ্বাস নিখোঁজ রয়েছেন প্রায় এক বছর হলো। দীর্ঘ দিন তার কোনো সন্ধান না থাকলেও সম্প্রতি খবর বেরিয়েছে ভারতের শিলিগুড়ি অবস্থান করছেন। সর্বশেষ খবর হলো তিনি নাকি মার্চে দেশে ফিরছেন।

অপু বিশ্বাস মার্চে দেশে ফিরছেন? 1

ইতিপূর্বে শোনা গিয়েছিেলো নভেম্বরে অপুর দেশে ফেরার কথা। নতুন করে শোনা যাচ্ছে, আগামী মার্চেই নাকি দেশে ফিরছেন অপু বিশ্বাস।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এই মেকআপম্যান নিজেকে অপুর পছন্দের মেকআপম্যান বলে দাবি করেছেন। তিনিই নাকি বলেছেন, ‘অপু দিদি মার্চে দেশে ফেরার কথা রয়েছে। তিনি এপ্রিল হতে আবারও ছবিতে অভিনয় শুরু করবেন।’

তবে অপু বিশ্বাসের আড়ালে যাওয়ার নেপথ্যে কী রয়েছে? এমন প্রশ্ন করলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। বলেছেন, ‘অপু দিদি দেশে ফিরলে তাকেই জিজ্ঞেস করবেন কেনো সে আড়ালে গেলো, এ বিষয়ে আমি কিছুই জানিনা।’

অপু বিশ্বাস ফিরছেন সে বিষয়ে যদিও এখনও নির্ভরযোগ্য কোনো খবর আসেনি। তাই তিনি সত্যিই মার্চে ফেরেন কি না তা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...