The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

স্নিগ্ধা মোমিন পালকী ছেড়ে ‘পোস্টমর্টেম’ নাটকে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীপ্ত টিভির জনপ্রিয় সিরিয়াল ‘পালকী’র নাম ভূমিকায় অভিনয় করা আলোচিত অভিনেত্রী স্নিগ্ধা মোমিন পালকী ছেড়ে এবার ‘পোস্টমর্টেম’ নাটকে!

স্নিগ্ধা মোমিন পালকী ছেড়ে ‘পোস্টমর্টেম’ নাটকে! 1

স্নিগ্ধা মোমিন নিজেকে ভিন্নভাবে প্রকাশ করতে যাচ্ছেন। তার এই নতুন প্রকাশ শুরু হতে যাচ্ছে মাসুদ সেজান পরিচালিত ‘পোস্টমর্টেম’ ধারাবাহিক নাটকের মাধ্যমে।

স্নিগ্ধা বলেছেন যে, ‘প্রথমেই বলে নিতে চাই আমি আর ‘পালকী’ সিরিয়ালে অভিনয় করছি না। নিজের ক্যারিয়ারের কথা ভেবেই এমন সিদ্ধান্ত আমার। কারণ এখানে কাজ চালিয়ে যেতে হলে শুধুমাত্র এখানকার নাটকেই অভিনয় করতে হতো। অন্য কোনও চ্যানেলে কিংবা নাটকে কাজ করতে পারছিলাম না। একজন অভিনয় শিল্পী হিসেবে আমিতো চাইবো সব চ্যানেলে আমার অভিনীত নাটকগুলো প্রচারিত হোক। আমি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নিতে চাই।’

স্নিগ্ধা মোমিন পালকী ছেড়ে ‘পোস্টমর্টেম’ নাটকে! 2

স্নিগ্ধা বলেছেন, ‘ইতিমধ্যে ক’জন নির্মাতার সঙ্গে কথা হয়েছে বেশ কিছু নাটকে অভিনয়ের ব্যাপারে। কিছু চ্যানেলে উপস্থাপনার বিষয়েও কথা হচ্ছে। তবে এই নতুন ইনিংসটি শুরু হলো মাসুদ সেজান পরিচালিত ‘পোস্টমর্টেম’ ধারাবাহিক নাটকটির মধ্যদিয়ে। সবমিলিয়ে এই হলো আমার ‘পালকী’র পরে নতুন কিছু শুরুর গল্প।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...