দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রেসিডেন্ট থাকাকালে বারাক ওবামা শেষ মুহূর্তে প্যালেস্টাইনে ২২১ মিলিয়ন ডলার পাঠিয়েছেন। অবশ্য কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা এর বিরোধীতার চেষ্টা করেছিলেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, প্যালেস্টাইনের পশ্চিম তীর ও গাজায় মানবিক সহায়তার জন্য প্রেরিত ওই অর্থ ব্যয় করা হবে। ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ নেওয়ার পূর্বেই এই টাকা চলে গেছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এই অর্থ ছাড়াও জাতিসংঘের অন্যান্য সংস্থার মাধ্যমেও জলবায়ু পরিবর্তনের জন্য ৪ মিলিয়ন এবং ১ দশমিক ২৫ মিলিয়ন ডলার সরবরাহ করা হয় ওবামা আমলের শেষের দিকে। জাতিসংঘের এই অর্থ যৌন নির্যাতন এবং জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হবে।
গত রবিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানইয়াহুর সঙ্গে ট্রাম্পের কথা বলার পরই হোয়াইট হাউস হতে এমন বিবৃতি প্রকাশ করা হয়।