দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নতুন ফিচার আনতে চলেছে ফেসবুক। এখন হতে ফেসবুকে ছবির বিষয়বস্তু লিখে সেই ছবি খুঁজে বের করতে পারবেন। অনেকটা গুগল ফটোসের মতোই।
ফেসবুকের বিলিয়ন বিলিয়ন ছবি হতে আপনি যেটি দেখতে চান, সেটি অনেক সহজে বের করে আনতে পারবেন। নতুন এই টেকনোলজির নাম ‘লুমোস’। যারা ছবির বিষয়বস্তু বর্ণনার মাধ্যমে ছবি সমন্ধে জানতে আগ্রহী তাদের জন্যে ব্যবস্থা করা হয়েছে। যে কারণে বছর বছর ধরে ফেসবুকে আপলোড করা নিজের সংগৃহীত ছবিও সহজে খুঁজে বের করতে পারবেন যে কেও।
এসব ছবির বিষয়বস্তু হতে পারে দৃশ্য, প্রাণী, স্থান, পছন্দের জিনিস এমনকি পোশাকও। যদি আপনি ‘ব্ল্যাক শার্ট ফটো’ লিখে সার্চ দেন, তবে কালো শার্ট রয়েছে এমন যাবতীয় সব ছবি আপনাকে দেখাবে ফেসবুক। একইভাবে কোনো প্রাণী বা জীব-জন্তুর নাম লিখে সার্চ দিলেই ওই প্রাণীর ছবিগুলো চলে আসবে।
তবে ফেসবুক এই টেকনোলজিতে আরও নতুন অপশন অ্যাড বা নতুনত্ব আনতে কাজ করে যাচ্ছে। যেমন: মানুষ হাঁটছেন, নাচছেন বা ঘোড়ায় চড়েছেন ইত্যাদি বিষয় লিখেই সংশ্লিষ্ট ছবিগুলো মিলবে। এই ব্যবস্থা যে কেবল ফেসবুকেই রয়েছে তা নয়। একই ধরনের সুবিধা গুগল ফটোসেও রয়েছে।
ফেসবুক বলেছে, তারা ভবিষ্যতে ভিডিও খুঁজে বের করার জন্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করবে। তবে আপাতত এই সুবিধাটি আমেরিকার ফেসবুক ইউজাররা পাচ্ছেন। তবে খুব শীঘ্রই সকলের জন্য উন্মুক্ত হবে সকল অপশনস।