দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ লিবিয়ার শহর জাবিয়ার কাছে সমুদ্রের তীরে ভেসে উঠেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মৃতদেহ। এরা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়েছিলেন।
উদ্ধারকৃত লাশগুলোর খুব কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার উদ্দেশ্যে নৌকায় উঠেছিলো। আশংকা করা হচ্ছে যে, আরও কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে। কারণ এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে মানুষ ওঠে। এসব মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে বলে জানা যায়।
এসব মৃতদেহ কবর দেওয়ার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে। গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টারত অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণ পৌঁছেছে।
উল্লেখ্য, গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে অন্ততপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু ঘটেছিলো।