দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মুসলিম ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে নানাভাবে হেনস্থা। এবার এমন এক হেনস্থার কবলে পড়েছিলেন প্রয়াত কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর ছেলে। তাকে প্রশ্ন করা হয় তুমি কী মুসলিম?
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি বিমানবন্দরে প্রয়াত কিংবদন্তি বক্সার মুহাম্মদ আলীর ছেলেকে আটকেছিলেন অভিবাসন কর্মকর্তারা। তার কাছে তারা প্রশ্ন ছোড়া হয়, ‘তুমি কী মুসলিম?’ মুহাম্মদ আলী জুনিয়রের আইনজীবী ক্রিস মানচিনি সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।
বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা আলী জুনিয়রকে প্রায় ২ ঘণ্টা আটকে রেখেছিলেন। বারবার তাকে প্রশ্ন করা হয়, ‘তোমার নামটা তুমি কোত্থেকে পেলে? তুমি কি মুসলিম?’
আইনজীবীর বরাত দিয়ে দ্য ওয়াশিংটন টাইমসের খবরে বলা হয়েছে, ৭ ফেব্রুয়ারি মুহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী খলিলাহ কামাচো আলী এবং ছেলে মুহাম্মদ আলী জুনিয়র জ্যামাইকা হতে ফোর্ট লরেডেল-হলিউড আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাদের হেনস্থা করেন। প্রায় ২ ঘণ্টা আটকে রেখে নানা প্রশ্নে জর্জরিত করে ফেলা হয় তাদের।