দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হঠাৎ করেই কাস্টমারের সংখ্যা বেড়ে গেছে পাকিস্তানের একটি রেস্টুরেন্টের। এর কারণ হলো সেখানে সুসজ্জিত নারী রোবট পরিবেশন করছে!
তবে তারা খাবারের স্বাদে কোনো নাটকীয় পরিবর্তন আনেননি। তারা সুসজ্জিত নারী রোবটকে নিয়োগ করেছে রেস্টুরেন্টে খাবার পরিবেশনের জন্য!
পাকিস্তান মানেই এখন হলো জঙ্গি, সন্ত্রাস আর অনার কিলিংয়ের দেশ। সেই পাকিস্তানে যে এমন হাইটেক রেস্টুরেন্ট হতে পারে, তা কেওই ভাবতে পারেননি। রেস্টুরেন্টে রোবট ওয়েটার ব্যবহার করে সকলকে চমকে দিয়েছে পিজার রেস্টুরেন্টটি।
দেখা যাচ্ছে একজন রোবট রেস্টুরেন্টে ঘুরে ঘুরে বিভিন্ন জনকে খাবার সরবরাহ করছে, এ বিষয়টি জাপানের কোনো রেস্টুরেন্ট যদি চালু করে তাহলে সেটি স্বাভাবিক বলেই মনে হতে পারে। তবে পাকিস্তানে এটি একেবারেই অস্বাভাবিক বিষয়। সেই বিষয়টিই বাস্তবে নিয়ে এসেছে পাকিস্তানের মুলতানের এই রেস্টুরেন্টটি।
রেস্টুরেন্টটিতে সুসজ্জিত নারীর সাজে ওই রোবট ওয়েট্রেস ঘুরে ঘুরে বিভিন্ন টেবিলে বসে থাকা কাস্টমারদের খাবার পরিবেশন করছে। বিষয়টি সেখানে নতুন এবং অত্যন্ত ব্যতিক্রমী হওয়ায় রেস্টুরেন্টের জনপ্রিয়তাও রাতারাতি বেড়ে গেছে।
জানা গেছে, এই রোবটটি তৈরি করেছে পিজা রেস্টুরেন্টের মালিকের ছেলে। তিনি ইসলামাবাদে এনইউএসটির ইঞ্জিনিয়ারিংয়ের একজন শিক্ষার্থী।
রেস্টুরেন্টের মালিক সৈয়দ আজিজ আহমেদ জাফারি বলেছেন, ‘রোবট ওয়েট্রেসের খবরটি ছড়িয়ে পড়তেই রেস্টুরেন্টের বাইরে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে। তাদের সবাই এখানে খাবার খেতে চায়।’
দেখুন খাবার পরিবেশন করা ভিডিও