The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার সিনেমায় ২২ বছর বয়সী হিলারি ক্লিনটনকে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার রূপালি পর্দায় দেখা যাবে হিলারি ক্লিনটনকে, তাও আবার মাত্র ২২ বছর বয়সী। তবে এটি জীবনীভিত্তিক ছবি নয়।

এবার সিনেমায় ২২ বছর বয়সী হিলারি ক্লিনটনকে 1

সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, হিলারির জীবনের ছোট একটি অংশ নিয়ে তৈরি হচ্ছে এই ছবিটি। ‘হোয়েন আই অ্যাম আ মথ’ নামের ছবিটিতে দেখা যাবে মাত্র ২২ বছরের তরুণী হিলারিকে। ওয়েলেসলি কলেজের জীবন হতে শুরু করে আইন স্কুলে পড়ার দিনগুলোও থাকবে ওই ছবিতে।

এই সময় তিনি প্রায়ই ঘুরতে যেতেন আলাস্কায়। করেছেন সব অদ্ভুত কাজ। এমনকি ‘স্যামন ক্যানারি’তে মাছ কাটাকুটিও করতেন তিনি। স্যামন ক্যানারিতে মাছ ক্যানের ভেতর এটি প্রক্রিয়াজাত করে রাখা হয়। অ্যাডিসন টিমলিনকে দেখা যাবে ২২ বছর বয়সী তরুণী হিলারির চরিত্রে। রচনা ও পরিচালনা করবেন মাগডালেনা জিজ্যাক এবং জ্যাকরি কোটলার। ইতিমধ্যেই প্রযোজনার কাজ শেষ হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বারাক ওবামাকে নিয়ে ‘সাউথসাইড উইথ ইউ’ নামে গত বছর তৈরি হয়েছিল আরেকটি ছবি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...