দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১লা বৈশাখে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত চলচ্চিত্র ‘ডুব’।
চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে এই খবর নিশ্চিত করা হয়েছে।
জাজ এবং এসকে মুভিজ প্রযোজিত ও মোস্তফা সারোয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও বলিউড তারকা ভারতীয় অভিনেতা ইরফান খান।
বাংলাদেশ ও ভারতে এক যোগে এই চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হবে। ‘ডুব’ ছাড়াও ১লা বৈশাখে জাজ প্রযোজিত শামীম আহম্মেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ও মুক্তি পাচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ এর জীবন কাহিনীর সঙ্গে কিছুটা মিল থাকায় ডুব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। যে কারণে বাংলাদেশ সেন্সর বোর্ডে মেহের আফরোজ শাওনের অভিযোগের পর সেটি সেন্সর বোর্ড ছবিটি আটকে দেয়।