দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি অদ্ভুত চেহারার এক শিশুর জন্ম হয়েছে! মাগুরায় জন্ম নেওয়া এই শিশুটি বৃদ্ধ আকৃতির মতো!।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, মাগুরা জেলার শালিখা উপজেলার ভুলবাড়িয়া গ্রামের বিশ্বজিতপাত্রের স্ত্রী পারুল (৩১) মাগুরা শহরের জাহান প্রাইভেট হাসপাতালে রবিবার ওই অদ্ভুত আকৃতির শিশুটির জন্ম দেন।
দেখা যায়, জন্ম নেওয়া শিশুটির মুখের আকৃতি অনেকটা বৃদ্ধ মানুষের মতো। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে, নবজাতক সম্পূর্ণ সুস্থ। চিকিৎসকরা মনে করছেন, শিশুটি প্রোজেরিয়া নামক এক রোগে আক্রান্ত। তবে শিশু এবং তার মা সম্পূর্ণ সুস্থ রয়েছে।
মাগুরা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ জয়ন্ত কুমার কুন্ডু সংবাদ মাধ্যমকে জানান, জীনগত কারণে শিশুটির এই ধরনের সমস্যা হয়েছে বলে ধরে নেওয়া যায়। বড় হতে হতে হয়তো এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। তবে এ ধরনের শিশুর জন্ম খুব কমই দেখা যায়।
এদিকে এই ঘটনা জানাজানি হওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বহু মানুষ শিশুটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন।