The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

আজ রয়েছে বিশ্বের প্রথম বরফের হোটেলের গল্প!

এই হোটেলের ৬৫টি ঘরের প্রতিটি প্রতিবছর আলাদাভাবে ডিজাইন করা হয়ে থাকে। বিছানার জাজিম আর বলগা হরিণের চামড়া ছাড়া অন্য সব বরফ বা তুষারের তৈরি

Ice Hotel

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুনলেই আশ্চর্য হবেন যে কেও। বরফের আবার হোটেল হতে পারে? এমন প্রশ্নও আসবে অনেকের মনে। কিন্তু বিষয়টি বাস্তব সত্যি। এই বরফের হোটেল রয়েছে উত্তর সুইডেনের ইয়ুকাসিয়ার্ভি গ্রামে!

আজ রয়েছে বিশ্বের প্রথম বরফের হোটেলের গল্প! 1
Ice Hotel

দাবি করা হয়েছে এটিই বিশ্বের প্রথম বরফের হোটেল। উত্তর সুইডেনের ইয়ুকাসিয়ার্ভি গ্রামে বিশ্বের প্রথম ও সবচেয়ে বড় এই আইস হোটেলটি অবস্থিত। আবাসিক এই হোটেলটি বরফ ও তুষার দিয়ে তৈরি করা হয়েছে। এই হোটেল রুমের তাপমাত্রা থাকে মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস!

এই হোটেলের ৬৫টি ঘরের প্রতিটি প্রতিবছর আলাদাভাবে ডিজাইন করা হয়ে থাকে। বিছানার জাজিম আর বলগা হরিণের চামড়া ছাড়া অন্য সব বরফ বা তুষারের তৈরি।

ডিসেম্বর হতে এপ্রিল পর্যন্ত এই হোটেলটিতে রাতে থাকা যায়। বাকি সময় অবশ্য একটি অংশ খোলা থাকলেও সেই সময় সৌরশক্তি দিয়ে রুম ঠানণ্ডা রাখা হয়।

প্রতিবছর নভেম্বর মাসের শুরুতে প্রায় একশ’ জনের একটি দল হোটেলের এইসব অস্থায়ী ঘরগুলো তৈরির কাজ শুরু করে। ঘর তৈরিতে ব্যবহৃত হয় প্রায় ৩৫ হাজার টন বরফ এবং তুষার! প্রতি মৌসুমে প্রায় ১০০ জন ডিজাইনার ঘরগুলোর জন্য নকশার প্রস্তাব করে থাকেন।

এই আইস হোটেল তৈরির পরিকল্পনা শুরু হয়েছিলো ১৯৮৯ সালে। বরফশিল্পীরা সেই সময় একটি ‘ঈগলু’ অর্থাৎ এস্কিমোদের ঘর তৈরি করেছিলেন। যেটি পরে বার হিসেবে ব্যবহৃত হয়। পার্টি শেষ করার পর অনেকেই ওই ঈগলুতে ঘুমিয়ে পড়েছিলেন! সেই থেকে শুরু এই হোটেলের।

আজ রয়েছে বিশ্বের প্রথম বরফের হোটেলের গল্প! 2

এই বিশেষ বরফের হোটেলটিতে থাকতে হলে আপনাকে এক রাতের জন্য গুণতে হবে ২৩০ ইউরো! অতিথিরা সাধারণত এক রাতই ওই হোটেলেটিতে থাকেন।

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ডিজাইনার আনা ওলুন্ডের নকশায় ওই হোটেলে একটি ঘর সাজানো হয়। তিনি বলেন, ”মানুষ যখন সুইডেনের কথা ভাবে তখন স্টকহোম ও আইস হোটেলের কথাও মনে করে। এখন অনেক পর্যটক এখানে আসছেন, থাকছেন, আবার কাজও করছেন। আমার মনে হয়, এটি একটি গুরুত্বপূর্ণ হোটেল!”

উল্লেখ্য, বাইরের তাপমাত্রা যদি ২০ ডিগ্রি সেলসিয়াসও থাকে, তাহলেও এই হোটেল রুমের তাপমাত্রা রাখা হয় মাইনাস পাঁচ ডিগ্রি!

Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali