নারীরা মোটেও সুরক্ষিত নয় এমন কয়েকটি শহর সম্পর্কে জানুন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ে নারীরা অফিস-আদালতসহ নানা কাজে নিজেকে নিয়োজিত করেছে সেটি যেমন সত্য, তেমনি নারীদের উপর নানা নির্যাতন নেমে আসার ঘটনাও সাম্প্রতিক সময় বেড়েছে। নারীরা মোটেও সুরক্ষিত নয় এমন কযেকটি শহর সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন।

বর্তমান বিশ্বে মানুষের মধ্যে সচতেনতা বৃদ্ধি পেয়েছে সেটি বলা যায়। তবে সেই সচেতনার পাশাপাশি বিশেষ করে নারীদের চলাফেরায় নানা প্রতিবন্ধকতা এখন আরও বেড়েছে। যেমন বর্তমান সময়ে ধর্ষণের হার দিন দিন বাড়ছে। নারী নির্যাতনে মতো ঘটনা ঘটছে, রাস্তাঘাটে নারীরা লাঞ্চিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে। এতে করে বিশ্বের কোনও কোণাতেই নারীরা মোটেও সুরক্ষিত নন। তবে এই বিষয়ে নিয়েই সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি সমীক্ষা চালায়। প্রায় ৬ হাজার ৫৫০ জন নারীর ওপর গবেষণা চালানো হয়। এতে দেখা যায় যে, বিশ্বে এমন ৬টি শহর রয়েছে যেখানে পরিবহন ব্যবস্থা নারীদের জন্য মোটেও সুরক্ষিত নয়।

দিল্লি

অসুরক্ষিত শহরের তালিকার মধ্যে সবার প্রথমেই উঠে আসে ভারতের নয়া দিল্লির নাম। এখানে কোনও নারী যদি একা একা ঘুরে বেড়াতে চান তবে তা কোনোভাবেই সম্ভব নয়। বিশেষ করে সন্ধ্যার পর তো একেবারেই নয়। আড়াই কোটি মানুষের বাস নয়াদিল্লিতে। জনসংখ্যার দিক হতে এটিই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজধানী।

বোগোটা-কলম্বিয়া

অপরদিকে নারীদের জন্য সবচেয়ে বিপদজনক পরিবহণ ব্যবস্থার তালিকার প্রথম স্থানে রয়েছে কলম্বিয়ার বোগোটা শহরের নাম। ওই সমীক্ষায় দেখা যায়, এই শহরে প্রায় ৯৬ লক্ষ মানুষের বসবাস। তবে তা সত্ত্বেও এই শহরের বাস বা ট্রেন পরিষেবা খুবই নিম্ন মানের। দেখা গেছে, রাতের দিকে কোনও নারী বাসে বা ট্রেনে একা চলাফেরা করলে তাকে যৌন হয়রানি কিংবা ছিনতাইয়ের শিকার হতে হয়।

মেক্সিকো সিটি

মেক্সিকো সিটিতে প্রায় ২ কোটি ১০ লক্ষ মানুষ বসবাস করে। এটি মেক্সিকোর রাজধানী। তবে সভ্য শহর হয়েও এই শহরের নারীরা সুরক্ষিত নয়। এই শহরে যেসব নারীরা গণপরিবহণের মাধ্যমে যাতায়াত করেন তারা প্রতিনিয়তই শ্লীলতাহানি এবং শারীরিক হেনস্তার শিকার হন।

লিমা-পেরু

পেরুর রাজধানী লিমা শহরে প্রায় ৬২ লক্ষ মানুষের বসবাস। এই শহরটি অবশ্য একটি অনুন্নত দেশের অধীনে। তবে এই শহরের এক তৃতীয়াং মানুষ দারিদ্রসীমার নিচে বসবাস করে। সে কারণেই এখানকার পরিবহণ ব্যবস্থা নারীদের জন্য অত্যন্ত বিপজ্জনক। ছিনতাই, যৌন হয়রানি কিংবা শ্লীলতাহানির ঘটনা এই শহরের নিত্যদিনের ঘটনা।

জাকার্তা-ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জাকার্তা শহর। এখানকার যোগাযোগ ব্যবস্থা একেবারেই বেহাল অবস্থা। ইতিমধ্যেই সাধারণ পরিবহণে নারীদের যৌন হয়রানির ঘটনার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। সেজন্য ট্রেনে ও বাসে নারীদের বসার পৃথক ব্যবস্থা করে হয়েছে। এখানকার বাসে পকেটমারির ঘটনা একেবারেই সাধারণ ব্যাপার।

কুয়ালালামপুর-মালয়েশিয়া

মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে পর্যটনের ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। তবে এই শহরের চিত্রটাও একই রকম। দেখা গেছে এই শহরে রাতের বেলায় কোন নারী একেবারেই নিরাপদ নন।

This post was last modified on এপ্রিল ১৮, ২০১৭ 10:48 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

আরশাদ আদনান শাকিবকে নিয়ে আরও দুটি সিনেমা বানাচ্ছেন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে আরও দু'টি নতুন সিনেমা…

% দিন আগে

এই ছবির মধ্যে কোথায় ভুল রয়েছে একবার বলুন তো?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বুদ্ধি খেলা খেললে ব্রেন আর স্রাফ হয়। তাই এই ধরনের…

% দিন আগে

নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৭ মে ২০২৪ খৃস্টাব্দ, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১…

% দিন আগে

জিভ দেখেও কিন্তু রোগ চেনা যায়! কোন উপসর্গ দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ শরীরে পানির ঘাটতি হলেও জিভ সাদা হয়ে যায়। নিয়মিত…

% দিন আগে

বেড়ে ওঠার সময় শিশুকে দুধ খাওয়ার সঙ্গে রুটিনেও আনতে হবে বদল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার শিশু বেড়ে ওঠার সময় কেবলমাত্র দুধভাত ও শাকসব্জি খাওয়ানোই…

% দিন আগে

ফেসবুকে পছন্দের পুরনো রিলস খুঁজে পেতে করণীয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফেসবুকে কখন ঘণ্টার পর ঘণ্টা সময় পেরিয়ে যায় বোঝা যায়…

% দিন আগে