The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

সালমার দরদ এখন ইউটিউবে [ভিডিও]

গানটি অডিও প্রকাশের পর ইতিমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এবার প্রকাশ হলো এর ভিডিওটি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইউটিউবে প্রকাশ পেয়েছে সালমার ‘মন মাঝি’ অ্যালবামের ‘দরদ’ গানের লিরিক্যাল ভিডিও। মহান মে দিবসে এটি প্রকাশ করা হয়।

সালমার দরদ এখন ইউটিউবে [ভিডিও] 1

গানটি অডিও প্রকাশের পর ইতিমধ্যে দর্শকদের মনে সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এবার প্রকাশ হলো এর ভিডিওটি।

গানগুলোর কথা হলো, ‘কেন এতো দরদ রে তোর/ আমার লাগি পোড়াস অন্তর/ দিবা নিশি এক করে দিস/ উজাড় করে বুকের পাজর’। এমন সুন্দর সুন্দর কথায় সাজানো গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকবি জাহিদ আকবর। আর সুর করেছেন জিয়াউদ্দিন আলম এবং সংগীত পরিচালনা করেছেন রেজওয়ান শেখ।

গানের ভিডিওটি সম্পর্কে সালমা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ পেয়েছে। ১১তম একক অ্যালবাম ‘মন মাঝি’। অ্যালবামের টাইটেল গান প্রকাশ হয়েছে ভালোবাসা দিবস উপলক্ষে। বাকি দুইটি গানের মধ্যে আরও একটি গান মে দিবসে উপলক্ষে প্রকাশ পেয়েছে জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আশা করছি ‘মন মাঝি’ গানের মতোই দর্শকদের কাছে ‌‘দরদ’ গানটির ভিডিও জনপ্রিয় হবে।’

সালমার দরদ এখন ইউটিউবে [ভিডিও] 2

উল্লেখ্য, ‘মন মাঝি’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। সালমার ইচ্ছে হলো, এই অ্যালবামের ৩টি গানের ব্যায় বহুল মিউজিক ভিডিও নির্মাণ করার। ‘মন মাঝি’ গানটির জন্য খুব শীঘ্রই শুটিং শুরু করবেন তিনি।

দেখুন গানটি
https://www.youtube.com/watch?v=nBp6jcJKfMQ

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...