দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলের হরতাল শুরু হয়েছে। শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে ১৮ দলের এই হরতাল। রাজধানীতে বড় কোন অঘটনের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদ ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনপ্রবর্তনের দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আজকের এই সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে।
হরতালের সমর্থনে গতকাল রাজধানীতে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় রাজধানীর মৌচাক ও মতিঝিল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মৌচাক কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে ফার্মগেটস্থ খামারবাড়িতে ইসলামী চক্ষু হাসপাতালের সামনে বাসে আগুন দেওয়া হয়। অপরদিকে মিরপুর থেকে গুলিস্তানগামী ইটিসি পরিবহন কোম্পানি লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-জ ১১-১৭২২) আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আজ সকালে গাবতলী পুলিশ বক্সের নিকট ককটেল বিস্ফোরণ ঘটেছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ১৮ দলের মিছিলের চেষ্টা পুলিশ নস্যাত করে দিয়েছে। রাজধানীতে ব্যাপক সংখ্যক আইনশৃংখলা বাহিনী নিয়োজিত রয়েছে। রাজধানীর কমলাপুর থেকে চলছে ট্রেন। দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। তবে রাজধানীতে কিছু লোকাল বাস চলতে দেখা গেছে। সিএনজি ও রিক্সা রয়েছে পর্যাপ্ত। তবে মার্কেটগুলো বন্ধ রয়েছে।
রাজধানীর বাইরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ ঘটেছে। নারায়ণগঞ্জ, রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, রংপুরে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ ঘটেছে। টিভি চ্যানেলগুলো জানিয়েছে, রংপুরে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। শহরে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।