দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তারেক রহমানকে দুর্নীতি মামলায় ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার দুপুরে এ আদেশ দেন ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক।
বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র জানিয়েছে, দুদকের পক্ষে আইনজীবী মোশারফ হোসেন কাজল ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতে এ আবেদন করেন। ৩ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোজাম্মেল হক আবেদনটির ওপর শুনানি গ্রহণ করেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এ মামলার ফেরারি আসামি। তার বিরুদ্ধে ইংরেজিতে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে এ মামলায় আদালতে হাজির করে বিচারের মুখোমুখি করার জন্য এ আবেদন করা হয়। বিষয়টি সাংবাদিকদের জানান দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।
জানা যায়, গত ৯ মে মামলার ১০ম সাক্ষি সোনালী ব্যাংক ক্যান্টনমেন্ট কর্পোরেট শাখার নির্বাহী অফিসার বিভুতি ভূষণ সরকারের জবানবন্দি গ্রহণ করা হয়। ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগ করা হয়েছে, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দেওয়ার জন্য নির্মাণ কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে গিয়াসউদ্দিন আল মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নেন। সিঙ্গাপুরে এই টাকা লেনদেন হয়। এরপর মামুন ওই অর্থ সিঙ্গাপুরের ক্যাপিটাল স্ট্রিটের সিটি ব্যাংক এনএতে তার নামের ব্যাংক হিসাবে জমা করেন। এই টাকার মধ্যে তারেক রহমান তিন কোটি ৭৮ লাখ টাকা খরচ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। চার্জশিট দাখিলের ১ বছর পর ২০১১ সালের ৮ আগস্ট এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। তথ্যসূত্র: বাংলাদেশ নিউজ২৪/বিডিনিউজ২৪।