দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময় বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতে অনেক কিছু করা হয়। এমনই এক ঘটনা হলো বিয়ের গাউনে আগুন লাগানো এবং ফটো সেশন! এমনই একটি ভিডিও দেখুন।
স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য আজকাল প্রথমেই চায় ক্যামেরার লেন্স। তবে ক্যামেরার সামনে সেই একই দৃশ্য সবার সামনে প্রতীয়মান হয়। আর সেটি হলো হাসি হাসি মুখে বর-কনের ছবি বা চার্চ ভর্তি নিমন্ত্রিতদের সামনে দম্পতির চুম্বন-করা দৃশ্য। যেনো একেবারে একঘেয়ে হয়ে গেছে চীনের এক নববধূর কাছে। তাই তিনি বুদ্ধি করেছেন বিকল্প কিছু করার।
ওই নববধূর ইচ্ছে একটাই- আর তাহলো বিয়ের ছবি হতে হবে ভীষণ আকর্ষণীয় ও ব্যতিক্রমি। এজন্য এক নারী যা করলেন তা হয়তো কল্পনাতেও কারো মাথায় আসবে না। ভিন্ন ধারার বিয়ের ছবি তুলতে গিয়ে শেষ পর্যন্ত চীনের এক ফটোগ্রাফার আগুন ধরিয়ে দিলেন কনের পোশাকে! এই পোশাকটির দাম ছিল ৩০ হাজার মার্কিন ডলার! ছবি তোলার সেই দুঃসাহসিক ভিডিওটি খুব কম সময়ে ভাইরাল হয়ে গেলো ইন্টারনেট দুনিয়ায়।
ভিডিওতে দেখা গেছে, সাদা গাউনে এক কনে চীনের কোনো এক নদীর পাশে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ ফটোগ্রাফারের নির্দেশে ফটোগ্রাফি টিমের এক সদস্য তার মূল্যবান গাউনে আগুন ধরিয়ে দিলেন। আর তখন দাউ দাউ করে জ্বলছে গাউনটি। কিন্তু সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কনের।
উল্টো ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবির তোলার জন্য নানা ভঙ্গিতে পোজ দিয়ে চলেছেন তিনি। শেষ মুহূর্তে অগ্নি-নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হলো। তবে ছবি তোলার এমন অদ্ভুত কাণ্ডকে মোটেও সহজভাবে নেননি সমালোচকরা। তারা এই ধরনের কাজকে ধিক্কার দিয়েছেন।
দেখুন ভিডিও