The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্যপূর্ণ স্ট্রেটস মসজিদ

এই স্ট্রেটস মসজিদটি মালয়েশিয়ার মালাক্কা শহরের সন্নিকটে মানুষের তৈরি দ্বীপ পুলাউয়ে অবস্থিত

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২ জুন ২০১৭ খৃস্টাব্দ, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ৬ রমজান ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্যপূর্ণ স্ট্রেটস মসজিদ 1

যে ছবিটি আপনারা দেখছেন সেটি মালয়েশিয়ার নান্দনিক সৌন্দর্যপূর্ণ স্ট্রেটস মসজিদ। সত্যিই এক চমৎকার ডিজাইনে নির্মাণ করা হয়েছে এই মসজিদটি।

এই স্ট্রেটস মসজিদটি মালয়েশিয়ার মালাক্কা শহরের সন্নিকটে মানুষের তৈরি দ্বীপ পুলাউয়ে অবস্থিত। এই মসজিদটির আরও কয়েকটি নাম রয়েছে। মেলাকা মসজিদ, মসজিদ সেলাট মেলাকা ও ফ্লোটিং মসজিদ নামেও এটি পরিচিত।

ফ্লোটিং মসজিদের (যাকে বাংলা বলা হয় ভাসমান মসজিদ) ভাসমান কাঠামো দেখে মনে হয় এটি পানির স্তরের থেকেও নিচে।
এই মসজিদ তৈরিতে খরচ হয় প্রায় ১০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

জানা গেছে, ২০০৬ সালের ২৪ নভেম্বর মসজিদটি উদ্বোধন করেন মালয়েশিয়ার সর্বোচ্চ শাসক টেঙ্কু সৈয়দ সিরাজউদ্দীন সৈয়দ পুত্রা জামালুল্লাইল।

সূত্র: beautifulmosques.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...