দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বৃষ্টি যদি বাধ না সাধে তাহলে আজ (শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলার টাইগাররা।
তবে আজকে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের আগে সমীকরণটা খুবই সোজা। আজকের জয়ী দলের সেমিফাইনালে খেলার আশা টিকে থাকবে। এর কারণ হলো সেমিতে খেলা নিশ্চিত করার ব্যাপারটা দুদলের কারোরই পুরো নিয়ন্ত্রণে নেই। যে কারণে তাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামীকালকের (শনিবার) অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের দিকে। কার্ডিফের সোফিয়া গার্ডেনে টাইগার বনাম কিউই লড়াই শুরু হবে আজ (শুক্রবার) বাংলাদেশ সময় সাড়ে ৩ টায়।
তাই দুইদলের জন্যই আজকে ম্যাচটি বলা যায় বাঁচা-মরার ম্যাচ। তাই নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে আনতে চাইবে উভয় দলই।
তবে আজকের খেলায় বাংলাদেশকে প্রেরণা দিচ্ছে ম্যাচের ভেন্যু কার্ডিফের সেই সুখস্মৃতি। এই মাঠেই ২০০৫ সালের জুনে প্রবল পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে স্মরণীয় জয় পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই ম্যাচ খেলা তরুণ মাশরাফি আজ বাংলাদেশের অধিনায়ক।
তবে ওখানকার আবহাওয়া মোটেও সুবিধার নয়, যে কারণে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে কার্ডিফে বৃষ্টি হতে পারে। দুদলকে সে কারণে বৃষ্টি শঙ্কা মাথায় রেখেই মাঠের পরিকল্পনা করে রেখেছে। এখন দেখা যাক বৃষ্টি কি করে আর খেলা খেলতে পারলে বাংলার টাইগাররা কি চমক দেখান।
দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে বাংলাদেশ দলকে আগাম শুভেচ্ছা ও শুভ কামনা।