দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্ক জুকারবার্গ! নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তিত্ব। ফেসবুক দিয়ে বিশ্বজয় করা এই তরুণ সম্পর্কে হয়তো আপনি অনেক কিছুই জানেন বা জানেন না। আজ তার সম্পর্কে দেওয়া হল অজানা কিছু চমকপ্রদ তথ্য।
• জুকারবার্গ বর্ণান্ধ। তিনি লাল-সবুজ রঙ ঠিকমতো বুঝতে পারেন না। নীল রঙ তিনি সবচেয়ে ভালো দেখতে পারেন। এ জন্যই ফেসবুকের থিম কালার নীল!
• হাইস্কুলে থাকার সময় ‘মাইক্রোসফট’ ও ‘এওএল’ জুকারবার্গকে নিয়োগ করতে চেয়েছিল। ওই সময় সাইন্যাপস নামের একটি মিউজিক বিষয়ক প্রোগ্রাম বানিয়ে তিনি সাড়া ফেলে দেন।
• জুকারবার্গ প্রায় প্রতিদিন ধূসর রঙের টি-শার্ট পরেন। কারণ হিসেবে তিনি বলেছেন, তিনি খুব ব্যস্ত এবং টি-শার্ট সহজে পরা যায় বলে তার সময় বেঁচে যায়।
• ২০১১ সালে তিনি নিরামিষাশী হয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, নিজে কোনো পশু না মারলে তিনি মাংস খাবেন না।
• শুধু গার্লফ্রেন্ড প্রিসিলার পরিবারের সাথে যোগাযোগের জন্য তিনি ২০১০ সালে চীনা ভাষা শেখেন।
• জুকারবার্গের পোষা কুকুরের নাম “বিস্ট”। ফেসবুকে বিস্টের পেজও রয়েছে, যার লাইক সংখ্যা ২ মিলিওনেরও বেশি।
• ফেসবুকে জুকারবার্গকে ব্লক করা সম্ভব নয়। চেষ্টা করে দেখতে পারেন!
• ফেসবুকে তার বাৎসরিক বেতন ১ ডলার।