The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

দেখে নিন বিশ্বের ৫টি বিখ্যাত ফুলের বাগান

বাগানগুলির চোখ জুড়ানো সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ ফুল ভালোবাসে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে পাওয়া যাবে না। ফুলের সৌন্দর্যে মানুষকে মোহিত করতে পৃথিবীর নানা দেশে তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর কিছু বাগান। বিশ্ববিখ্যাত কিছু ফুলের বাগানের ছবি দেওয়া হল আজ।

 

কাওয়াচি ফুজি গার্ডেন, জাপান
এ যেন পৃথিবীর বুকে এক খন্ড স্বর্গ! গোলাপী, বেগুনী ও নানা রঙয়ের ফুলের মেলা আপনাকে দেবে অপার্থিব আনন্দ।

 

কেউকেনকফ গার্ডেন, নেদারল্যান্ড
অপূর্ব সুন্দর এই বাগানটি এর সৌন্দর্যের পশরা মেলে ধরে মূলত বসন্ত কালে। এ সময় এখানে দেখা যায় ৭ মিলিয়ন ফুলের সমারহ!

 

বুটচার্ট গার্ডেনস, কানাডা
১০০ বছরেরও বেশি আগে এক কানাডীয় দম্পতি শুরু করেছিলেন এই বাগানের কাজ। আজ এ্রর সৌন্দর্যে মুগ্ধ হয়ে ভীড় জমায় অসংখ্য দর্শনার্থী।

Butchart Gardens

ক্লদিও মানেস গার্ডেন, ফ্রান্স
বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ক্লদিও মানের বাড়ির বাগান এখনও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ।

 

দুবাই মিরাকল গার্ডেন, আরব আমিরাত
মরুর বুকে গড়ে ওঠা এই ফুলের বাগান যেনো এক রূপকথার গল্প। বিশ্বের সর্ববৃহৎ ফুলের বাগান এটি।

Loading...