The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

কিং খান সম্পর্কে জানুন কিছু অজানা তথ্য

শাহরুখ খানের দাদী তার নাম রেখেছিলেন আব্দুল রহমান

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিং খান! এক নামেই যাকে চেনে সবাই। কিন্তু সত্যিই কি তাকে পুরোপুরি চেনেন আপনি? তারকাদের সম্পর্কে অনেক তথ্যই আমাদের অজানা থেকে যায়। শাখরুখ খান সম্পর্কে এমনই কিছু তথ্য দেওয়া হল আজ।

  • বিশ্বের অন্যতম ধনী এই অভিনেতার প্রথম উপার্জন ছিলো ১ ডলারের মতো। দিল্লীতে পঙ্কজ উদাসের কনসার্টে কাজ করে তিনি এটি উপার্জন করেছিলেন।
  • আর্থিক অনটনের দিনগুলিতে শাহরুখ খান দিল্লীর দরিয়াগঞ্জে একটি হোটেল চালাতেন।
  • সিনেমার আগে তিনি একজন টেলিভিশন অভিনেতা হিসেবে নাম করেছিলেন। ফউজি ও সার্কাসের মতো বেশ কিছু হিট সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি।
  • শাহরুখ খানের অভিষেক সিনেমা হওয়ার কথা ছিল দিল আসানা হ্যায় বা আহম্মক। তবে সিনেমা দুইটি মুক্তি পেতে দেরি হওয়ায় দর্শকের সামতে বড় পর্দায় তিনি প্রথম আসেন দিওয়ানা সিনেমায়।
  • শাহরুখ খানের দাদী তার নাম রেখেছিলেন আব্দুল রহমান। তবে নামটি পছন্দ না হওয়ায় তার বাবা নাম পরিবর্তন করে শাহরুখ খান রাখেন।
  • অভিনয়ের পাশাপাশি শিক্ষাতেও পিছিয়ে নেই কিং খান। জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি গণযোগাযোগের উপর পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নিয়েছিলেন।
  • শাহরুখ খান আঞ্চলিক পর্যায়ে ক্রিকেট খেলেছেন। এছাড়া স্কুলে তিনি হকি ও ফুটবল টিমের অধিনায়ক ছিলেন।
  • শাহরুখ খান বিখ্যাত হওয়ার পূর্বেই তার বাবা-মা দুই জনই মারা যান।
তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...