বড়ই অমানবিক ঘটনা ॥ ১১ বছর ধরে খাঁচায় বন্দি চীনের এক ব্যক্তি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মানসিকভাবে অসুস্থ এক ব্যক্তিকে ১১ বছর ধরে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে চীনের জিয়াংজি প্রদেশের শাংফান গ্রামে। ২০০১ সাল থেকে লোহার খাঁচায় আটকে রাখা হয়েছে একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তিকে।

মানসিকভাবে অসুস্থ উ উয়ানহং (৪২)। ২০০১ সালে একটি শিশুকে পিটিয়ে হত্যা করেছিলেন তিনি। সেই থেকে তাঁঁর পরিবারও কঠোর। ফের এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য উয়ানহংকে খাঁচায় বন্দি করে রাখে তাঁর পরিবারের লোকজন।

প্রায় এক যুগ ধরে ছোট্ট একটি খাঁচাতেই উয়ানহংয়ের বসবাস। খাঁচার মধ্যেও আবার শিকল! তাঁর পা শিকল দিয়ে বাঁধা। গায়ে শুধু একটি টি-শার্ট।

খবরে বলা হয়, ১৫ বছর বয়সেই উয়ানহংয়ের মানসিক রোগ ধরা পড়ে। ২০০১ সালে ১৩ বছরের একটি শিশুকে পিটিয়ে হত্যা করেন তিনি। এ হত্যাকাণ্ডের কারণে তাঁর সাজাও হয়। কিন্তু সজ্ঞানে হত্যা না করার বিষয়টি প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ এক বছর পরই তাঁকে ছেড়ে দেয়। এর পরই তাঁকে শিকল পরিয়ে ঘরবন্দি করা হয়। কিন্তু তিনি একদিন সেই শিকল ছিঁড়ে পালিয়ে যান। তাঁকে দেখে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে। পরে তাঁর মা ওয়াং মুজিয়াং ছেলেকে খাঁচায় বন্দি করেন। কিন্তু সেই খাঁচাও ভেঙে পালিয়ে যান তিনি। পরে পরিবারের লোকজন বাধ্য হয়ে লোহার শক্ত খাঁচা তৈরি করে সেখানে বন্দি করে উয়ানহংকে।

ওয়াং মুজিয়াং বলেন, ‘আমার ছেলে পাগল হতে পারে, কাওকে পিটিয়ে হত্যা করতে পারে, কিন্তু সে তো আমার সন্তান। তাকে খাঁচায় বন্দি দেখাটা খুবই কষ্টের, যেন ছুরি দিয়ে আঘাত করার মতো!’

উয়ানহংকে দিনে তিনবার খাবার দেওয়া হয়। মলমূত্রের প্রয়োজন হলে দেওয়া হয় প্যান। ওয়াং মুজিয়াং বলেন, ‘প্রতিবারই আমি খাবার দিই। ছেলের খাঁচার পাশে বসে থাকি আর কাঁদি।’ দক্ষ চিকিৎসক আর অর্থের অভাবে চীনের অনেক মানসিক রোগী, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সুষ্ঠু চিকিৎসা থেকে বঞ্চিত।

চীনে ভারসাম্যহীন মানুষের পুনর্বাসনের বিধি রয়েছে কিন্তু তারপরও একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেনো এমন অমানবিকভাবে খাঁচায় আটকে রাখা হয়েছে তা কেওই বলতে পারছে না। এএফপি’র বরাত দিয়ে খবরটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো’র অনলাইন সংস্করণে।

This post was last modified on জুন ৭, ২০২৩ 2:50 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

স্লিপিং মাস্ক মেখে ত্বকের জৌলুস বাড়িয়ে তুলুন

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণ ঘুমনোর সময় ত্বক ‘হিল’ হয়। তাই রাতের স্কিন কেয়ারের…

% দিন আগে

শাওমির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বর্তমান সময়ের লেজেন্ডারি ক্রিকেটার তামিম ইকবাল, বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল…

% দিন আগে

কনকনে শীতেও স্বস্তির কারণ হতে পারে বড় এলাচ!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যাদের শীত বেশি অর্থাৎ যারা শীতে একটুতেই কাতর হয়ে পড়েন…

% দিন আগে

বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন শাহরুখের স্ত্রী?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শাহরুখ খান এবং গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবনে ধর্ম…

% দিন আগে

কানাডাকে আবারও ৫১তম রাজ্য বানানোর প্রস্তাব দিলেন ট্রাম্প

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গত বছরের ডিসেম্বরের…

% দিন আগে

কোটি টাকার তক্ষক বনাম সাপের ভয়ংকর যুদ্ধে জিতলো কে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল হতে পোস্ট করা ভিডিওটি…

% দিন আগে