দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি একটি বার্মিজ স্ফটিক খন্ডের মধ্যে পাওয়া গেছে প্রায় ১০০ মিলিয়ন বছরের পুরানো একটি পাখির দেহাবশেষ। গবেষকরা এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার বলে অবিহিত করেছেন।
স্ফটিকে পাখিটির মাথা, গলা, পা ও লেজের অংশবিশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, স্ফটিকে আটকা পড়ার সময় পাখিটির বয়স ছিল মাত্র দুই দিন।
পাখিটির শরীরের মাংস সম্পূর্ণ কার্বনে রূপান্তরিত হয়ে গেছে। ফলে এটি থেকে ডিএনএ সংগ্রহ করে গবেষণা করার কোনো উপায় নেই। তবে বিজ্ঞানীরা পাখিটির দেহাবশেষের উপর ভিত্তি করে একটি থ্রিডি মডেল তৈরি করবেন ভবিষ্যতে।
গবেষকরা বলেছেন, পাখিটি মূলত এনানটিওরনিথাইনস প্রজাতির অন্তর্ভুক্ত। এই প্রজাতির পাখি প্রায় ৬৬ মিলিয়ন বছর পূর্বে পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। উল্লেখ্য যে, প্রায় একই সময় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল।
আধুনিক কালের পাখির সাথে এই প্রজাতির পাখির অনেক মিল থাকলেও কিছু কিছু ব্যাপারে অমিলও রয়েছে, যেমন- ঠোঁটের অনুপস্থিতি। ধারণা করা হয়, শুধু অ্যান্টার্কটিকা বাদে বিশ্বের সব মহাদেশেই এই পাখির বিচরণ ছিল।
তথ্যসূত্র: www.thevintagenews.com