The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অনন্ত জলিলের ‘দ্য স্পাই’ ছবিতে অভিনয় করবেন অপু!

স্ক্রিপ্টের কাজও শেষ হয়েছে। এখন চলছে শুটিংয়ের সব রকম প্রস্তুতি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশ অনেকদিন পূর্বেই অভিনেতা, প্রযোজক এবং নির্মাতা অনন্ত জলিল ঘোষণা দিয়েছেন তার নতুন ছবি ‘দ্য স্পাই অগ্রযাত্রার মহানায়ক’ নির্মাণ করবেন। বরাবরের মতো ছবিতে অনন্তের নায়িকা হিসেবে বর্ষা থাকলেও আরও নতুন চমক হিসেবে থাকছেন অপু বিশ্বাস।

অনন্ত জলিলের 'দ্য স্পাই' ছবিতে অভিনয় করবেন অপু! 1

জানা গেছে, ইতিমধ্যে স্ক্রিপ্টের কাজও শেষ হয়েছে। এখন চলছে শুটিংয়ের সব রকম প্রস্তুতি। সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করবেন বলে আশা করছেন প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

এ বিষয়ে অনন্ত বলেছেন, ‘অপু দারুণ একজন অভিনেত্রী। আমাদের ছবিতে কাজ করলে কোনো সমস্যা হবে না। বর্ষাও অনেক ভালো অভিনয় করে। আশা করছি খুব সুন্দর একটি ছবি হবে এটি।’

অনন্ত জলিলের 'দ্য স্পাই' ছবিতে অভিনয় করবেন অপু! 2

বিষয়টি নিয়ে অপু বলেছেন, ‘একজন অভিনেত্রী হিসেবে আমি যে কারও সঙ্গে অভিনয় করতে পারি। অনন্ত ভাই এবং বর্ষা আপু অনেক ভালো মানুষ। তাদের সঙ্গে না মিশলে বিষয়টি কখনও হয়তো বুঝতেই পারতাম না। ছবিতে অভিনয়ের ব্যাপারে সেভাবে কথা হয়নি। তবে তারা যদি আমাকে নিয়ে কাজ করেন তাহলে আমার কোনো আপত্তি নেই।’

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...