The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

মিশরের পিরামিড সম্পর্কে এই তথ্যগুলি জানেন কি?

ধারণা করা হয়, পিরামিডগুলি বানাতে কাজ করেছিলো প্রায় ১ লক্ষ শ্রমিক

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ রহস্যে ঘেরা প্রাচীন মিশরের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল পিরামিড। প্রাচীন এই পিরামিড সম্পর্কে আগ্রহী হলে জেনে নিতে পারেন এ সম্পর্কিত কিছু চমকপ্রদ তথ্য।

যতো জানতে চেষ্টা করবেন পিরামিড সম্পর্কে ততোই আপনি বিস্মিত হবেন-

  • আমরা মূলত গিজার ৩টি পিরামিড দেখে অভ্যস্ত হলেও মিশরে এ পর্যন্ত খুঁজে পাওয়া পিরামিডের সংখ্যা ১৪০।
  • সবচেয়ে প্রাচীন পিরামিড হল ডোসার পিরামিড। এটি খ্রীষ্টপূর্ব ২৭ শতকে নির্মাণ করা হয়।
  • সর্ববৃহৎ পিরামিড হল গিজার মিরামিড। এর উচ্চতা ছিল ৪৮১ ফিট।
  • প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যের ভিতর গিজার পিরামিড সবচেয়ে পুরানো।
  • ধারণা করা হয়, পিরামিডগুলি বানাতে কাজ করেছিলো প্রায় ১ লক্ষ শ্রমিক।
  • এ পর্যন্ত পরিচালিত গবেষণা মতে, পিরামিডের প্রথম আর্কিটেক্ট হলেন ইমহোটেপ। তিনি একাধারে একজন পদার্থ বিজ্ঞানী ও প্রকৌশলী ছিলেন।
  • পিরামিডে ব্যবহৃত বিশাল আকারের পাথর খন্ডগুলি কিভাবে বহন করে এনে স্থাপন করে হয়েছিল, সে ব্যাপারে এখনো অব্দি কোনো সঠিক ধারণা পাননি গবেষকরা।
  • ১২শ শতাব্দীতে আল আজিজ নামক একজন কুর্দিশ শাসক গিজার পিরামিডগুলি ধ্বংস করার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন।
bn_BDBengali