The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

প্রাচীন মিশরীয়দের পিরামিড তৈরির গোপন রহস্য

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ প্রাচীনকালে মিশরে বিশাল বিশাল পিরামিড তৈরি করা হয়েছিলো। কিভাবে ওই সময় কোন প্রযুক্তি ছাড়াই এই পিরামিডগুলো তৈরি করা হয়েছিল তা বড় রহস্য। এছাড়া যেসব বড় বড় পাথর পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়, সেগুলো একস্থান থেকে অন্যস্থানে বহন করা হয়েছিল কিভাবে? পিরামিড তৈরির রহস্য উন্মোচিত করতে গবেষণা চালিয়ে যাচ্ছে। একদল গবেষক সম্প্রতি গবেষণা করে প্রাচীন মিশরীয়দের বিশাল বিশাল পাথর পরিবহনের রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন।

Ancient Egyptian Pyramids

প্রাচীন মিশরীয় শ্রমিকেরা ২.৫ টন ওজনের ভারি পাথর বড় স্লেজ গাড়িতে করে মরুভূমির বালুর উপরে ঠেলে পিরামিড তৈরির স্থানে নিয়ে আসতো। স্লেজ গাড়ি মূলত বরফ অথবা বালুময় স্থানে পরিবহনের কাজে ব্যবহৃত গাড়ি। এটি টেনে বা ঠেলে চালানো হয়। কিন্তু এত ভারি পাথর বহন করায় পরিবহনের সময় বালুর পথ গর্ত হয়ে স্লেজ গাড়িতে বালু ঢুকে পড়ে। এতে গাড়ির ওজন আর বেড়ে যায়। তাতে পরিবহন বাধাগ্রস্থ হওয়ার কথা। কিন্তু মিশরীয়রা কি ব্যর্থ হয়েছিল?

Invisible Ramps

তারা এই সমস্যার সমাধানে খুব সহজ এবং অত্যন্ত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছিল। তারা স্লেজ গাড়ি চালাতে পানি ব্যবহার করেছিল। নিশ্চয় ভাবছেন, পানি কিভাবে সমাধান হতে পারে। প্রাচীন মিশরীয়রা বুঝতে পেরেছিল, ভেজা বালুতে ভারি বস্তুসহ গাড়ি টানা সহজতর। তাই স্লেজ গাড়ির সামনে থেকে একজন অনবরত পানি ঢেলে বালু ভিজিয়ে দিত।

মিশরের Djehutihotep নামক সমাধির দেওয়ালে একটি চিত্রে দেখা যায়, অনেক লোক একটি ভারি মুর্তি স্লেজ গাড়িতে বহন করে নিয়ে যাচ্ছে। একজন লোক গাড়ির সামনে থেকে পানি ঢালছে।

2014_05_01_16_07_50

এই চমৎকার তথ্য উৎঘাটন করেছে এমস্টারডাম বিশ্ববিদ্যালয় এবং ‘ফান্ডামেন্টাল এস্পেক্টস অফ ফ্রিকশান'( ঘর্ষনের মৌলিক দিক) যা সংক্ষেপে এফওএম নামে পরিচিত, এর একদল গবেষক। এই দলের নেতৃত্ব দিয়েছে অধ্যাপক ড্যানিয়েল বোন। এই পদার্থবিদেরা দুটি ট্রেতে মিশরিয় মরুভূমির মডেল তৈরি করে এতে স্লেজের উপর ভারি বস্তু দিয়ে চলায়। দুটি ট্রের একটিতে থাকে শুকনো বালু আর অপরটিতে ভেজা বালু। দেখা যায়, শুকনো বালুতে এটি চালানো খুবই কষ্টকর। কিন্তু ভেজা বালুতে সহজভাবেই চালানো যাচ্ছে।

তারা গাড়ি চালানোর বল এবং বালুর কঠিনতা হিসাব করে। তারা দেখতে পায় যে, গাড়ি চালানোর বল বালির কঠিনতার সমানুপাতিক হারে কমে। পানি দিলে বালুর কঠিনতা বৃদ্ধি পায়। কারণ পানি দিলে বালুর কণা আরো কাছাকাছি চলে আসে। ভেজা বালু শুকনো বালু অপেক্ষা দ্বিগুণ কঠিন। তাই ভেজা বালুর উপর দিয়ে স্লেজ চালানো সহজতর। এফওএম এর এই গবেষণালব্ধ ফলাফল ফিজিক্যাল রিভিউ লেটার-এ ছাপা হয়।

2014_05_01_15_43_40

বর্তমান সময়ে ভারি বস্তু বহনে এই ফলাফল কাজে আসবে বলে গবেষক দল বলছে। এরফলে ঝুরা পদার্থ যেমন পিচ, কংক্রিট ও কয়লার বৈশিষ্ট্য সম্পর্কে ধারনা পাওয়া যাবে। বিশ্বের শক্তি উৎপাদনের ১০ শতাংশ এই পদার্থগুলো। তাই এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারনা লাভের ক্ষেত্রে বালুর এই বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মিশরীয়দের চমৎকার বুদ্ধিমত্তার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে পিরামিডগুলো। তাই পিরামিড তৈরির প্রক্রিয়া সম্পর্কে যতই জানা যাবে তা আমাদের কাজে আসবে। কারণ যন্ত্রপাতি ছাড়া তারা সূক্ষ হিসাব আর সহজ বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করেছিল।

সূত্রঃ gmanetwork

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali