দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের প্রধান ‘তিন খানের’ অন্যতম ‘খান’ তিনি। নিজের অভিনয় প্রতিভা আর গ্ল্যামার দিয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি কোটি ভক্তের হৃদয়। আজ সেই সালমান খান সম্পর্কে দেওয়া হল কিছু অজানা বা কম প্রচলিত তথ্য।
পড়ে দেখুন আপনি কতোটা চেনেন বলিউডের এই তারকাকে-
- সালমান খান মূলত একজন লেখক হতে চেয়েছিলেন।
- সালমান খানের অত্যন্ত পছন্দের জিনিস হল সাবান। তার বাথরুমে নানা ধরনের সাবানের কালেকশন রয়েছে।
- সালমানের বুক, কোমর ও বাহুর মাপ যথাক্রমে ৪২, ৩০ ও ১৭ ইঞ্চি।
- ছোটবেলা থেকে সাঁতারে খুব দক্ষ সালমান। ইচ্ছা করলে তিনি পেশাদার সাঁতারু হতে পারতেন।
- ছবি আঁকা, ছবি তোলা ও গান গাওয়া হল সালমানের শখ।
- সালমান খান কখনোই সিনেমার রিভিউ পড়ে দেখেন না।
- ট্রিজেমিনাল নিউরালজিয়া নামক রোগে আক্রান্ত তিনি। এটি মুখের স্নায়ুর এক ধরনের সমস্যা।
- সালমানের প্রিয় অভিনেতা ও অভিনেত্রী যথাক্রমে সিলভেস্টার স্টালিওন ও হেমা মালিনী।
- ‘বীর’ ও ‘চন্দ্রমুখী’ সিনেমা দুটির কাহিনী লিখেছেন সালমান।