The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’

অভিনয় করেছেন কোলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ভাবনা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ৪ আগস্ট দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় টিভি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’ 1

ছবিটির নির্মাতা অনিমেষ আইচ বলেছেন, গত ফেব্রুয়ারি মাসে ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। তবে কিছু জটিলতার কারণে সেটি করা সম্ভব হয়নি।

এই নির্মাতা আরও বলেছেন, কদিন পূর্বেই ঘোষণা দিয়েছিলাম আগস্ট মাসেই আসছে ‘ভয়ংকর সুন্দর’। এখন ঘোষণা দিলাম আগস্টের ৪ তারিখে ছবিটি মুক্তি পাবে সারাদেশে।

থ্রিলারধর্মী চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কোলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। গত ১৬ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড ছবিটির ছাড়পত্র দিয়েছে।

মতি নন্দীর ছোটগল্প ‘জলের ঘূর্ণী ও বক বক শব্দ’ অবলম্বনে এই চলচ্চিত্রটিতে চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন অনিমেষ আইচ। এতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, ফারহানা মিঠু, সমাপ্তি মাসুক প্রমুখ অভিনয় শিল্পী।

৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে ‘ভয়ংকর সুন্দর’ 2

‘জিরো ডিগ্রি’ খ্যাত পরিচালক অনিমেষ আইচের এই ছবিটিও দর্শকদের মন জয় করবে বলে সকলের বিশ্বাস।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...