দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জুলাই-আগস্ট মাসে বিচারধীন যুদ্ধাপরাধীদের সাজার রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
জামায়াত-শিবির নিষিদ্ধ ও যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর দাবিতে আজ বুধবার দুপুরে জাসদ কার্যালয়ে মহানগর জাসদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা জানান। খবর বাংলাদেশ নিউজ২৪ডটকম।
তথ্যমন্ত্রী আরও বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার ও তাদের রায় কার্যকরের বিরুদ্ধে খালেদা জিয়া যতই চক্রান্ত করুক কোনো লাভ হবে না। আগামী জু্ন মাসে আইনি প্রক্রিয়া শেষে আদালত যুদ্ধপরাধীদের সর্বোচ্চ শাস্তির রায় বহাল রাখলে আগামী জুলাই-আগস্টে সাজা কার্যকর করা হবে।”
তিনি বলেন, “সময় এসেছে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার। আশা করি রায় কার্যকর করার বিষয়ে সরকার অটল থাকবে। রায় কার্যকরের মাধ্যমে জামায়াতের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।”
ইনু বলেন, “বাংলাদেশে হয় যুদ্ধাপরাধীরা থাকবে, না হয় মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি থাকবে। একটা একটা করে জামায়াতের তান্ডবকারীদের কারাগারে নিক্ষেপ করতে হবে।”
মহানগর জাসদের সমন্বয়ক মীর আক্তার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদের জয়েন্ট সেক্রেটারি নাজমুল হক প্রধানসহ অনেকে।