দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ক্ষুধামন্দার সমস্যায় আমরা অনেকেই ভুগে থাকি। সবক্ষেত্রে এটি মারাত্মক আকার ধারণ করে না। তবে বিষয়টি যদি অ্যানেরোক্সিয়ার পর্যায়ে চলে যায় তবে চিন্তার যথেষ্ট কারণ রয়েছে।
অ্যানেরোক্সিয়া কি?
অ্যানেরোক্সিয়া এক ধরনের মানসিক রোগ যার কারণে একজন ব্যক্তির ক্ষুধা কমে যায় এবং শরীরের ওজন বৃদ্ধি সম্পর্কে তার মনে অহেতুক ভয়ের সৃষ্টি হয়।
কারণ
অ্যানেরোক্সিয়া একটি জটিল মানসিক সমস্যা। এর নির্দিষ্ট কারণ নির্ণয় করা কঠিন। তবে ধারণা করা হয় পরিবেশ ও জৈবিক কারণে এই রোগ দেখা দিয়ে থাকে। সংস্কৃতি ও অন্যান্য ব্যক্তির মত দ্বারা প্রভাবিত হয়ে অনেকে এই মানসিক সমস্যায় ভুগতে পারে।
লক্ষণ
•ওজন কমে যাওয়া সত্ত্বেও ডায়েটিং করার প্রবণতা
•ফ্যাটের ব্যাপারে অহেতুক চিন্তা
•চুল পড়া বা পাতলা হয়ে যাওয়া
•নিজের চেহারা নিয়ে হতাশায় ভোগা
চিকিৎসা
অ্যানেরোক্সিয়ার চিকিৎসার জন্য চিকিৎসক, থেরাপিস্ট ও পুষ্টিবিদের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে।