দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিকিৎসা বিজ্ঞান ক্রমেই এগিয়ে চলেছে। এবার এমনই একটি খবর সকলকে চমকে দিয়েছে। এখন থেকে হাতে লাগানো যাবে ৬ নম্বর আঙ্গুলও! অপারেশনের মাধ্যমে এটি করা সম্ভব হবে বলে জানা গেছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, যুক্তরাজ্যের লন্ডন’স রয়্যাল অ্যাকাডেমি-এর পণ্য নকশা শিক্ষার্থী ড্যানি ক্লোড এই বুড়ো আঙ্গুলের ধারণার প্রথম প্রবর্তক। তিনি তারই ৩ডি-প্রিন্টেড ‘থার্ড থাম্ব’-কে মানুষের হাতের একটি সংযোজন হিসেবে আখ্যা দেন।
তিনি বলেন, ‘এটি মানুষের শরীরে সংযোজন ও বৃদ্ধির একটি প্রসার, সেই সঙ্গে মানুষের শরীর ও কৃত্রিম প্রযুক্তি উন্নয়নে এটি একটি ভালো উপায় বটে।’
বুড়ো আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুলের নিচে বসানো হয়। এই ডিভাইসটি পায়ে পরিধেয় সেন্সর দিয়ে তারবিহীনভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
শিক্ষার্থী ড্যানি ক্লোড বলেছেন, ‘কৃত্রিম অঙ্গের ব্যবহার করে মানবদেহের বৃদ্ধির এই ধারণা নিয়ে তিনি সত্যিই মুগ্ধ ছিলেন।’ তিনি বলেছেন, ‘ঠিক করা কিংবা প্রতিস্থাপন করার স্থানে মানবদেহ বর্ধনে কৃত্রিম প্রযুক্তি ব্যবহারের এই ধারণাটি আমি সত্যিই পছন্দ করি।’
ড্যানি ক্লোড আরও বলেছেন, থার্ড থাম্ব-এর কপিরাইট করা কিংবা এটি বাজারজাত করার কোনো পরিকল্পনা নেই।