দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আদালতের রায়ের পর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এদিকে আদালতের রায়ের পর তার মেয়ে মরিয়ম নওয়াজ শরীফের মন্তব্য করেছেন- ‘শক্তি এবং সমর্থন নিয়ে আবার ফিরবেন নওয়াজ’।
দেশটির সুপ্রিম কোর্টের রায়ে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদের অযোগ্য ঘোষণার পর তারই মেয়ে মরিয়ম নওয়াজ শরীফ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দিন কিন্তু শেষ হয়ে যায়নি। চেয়ারের কোনো দরকার নেই, তিনি আবারও ফিরে আসবেন।
বিরোধীদলের বিজয়োল্লাসের প্রতিক্রিয়ায় মরিয়ম নওয়াজ শরীফ টুইট করে বলেছেন, ‘আরও একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হলো; তবে শীঘ্রই বেশি শক্তি এবং সমর্থন নিয়ে তিনি আবারও ফিরে আসবেন ইনশাল্লাহ। আপনারা পিএমএলএন-এর সাথেই থাকুন।’
মরিয়ম নওয়াজ আরও বলেন, ‘২০১৮ সালে বিজয়ী হয়ে নওয়াজ শরীফের ফিরে আসার পথ হয়তো আজকের এই ঘটনা আরও সুগম করে দিলো। তাকে থামানো অসম্ভব- ইনশাল্লাহ। কেও থামাতে পারলে থামান!’
‘পিএমএলএন-এর জন্য এটি অত্যন্ত কঠিন একটি সময়। তবে দলের সমর্থন নওয়াজ শরীফের সঙ্গেই রয়েছে’ ডন নিউজকে এমন মন্তব্য করেছেন পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ।
অপরদিকে রাজ্যের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘নওয়াজের চেয়ারের কোনো প্রয়োজন নেই। তিনি নিজেই তার জ্বলন্ত এক প্রমাণ। সেদিন আর খুব বেশি দূরে নেই, যেদিন চতুর্থবারের মতো নওয়াজ শরীফ নির্বাচিত হবেন।’
রাজ্যের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব আরও বলেন, ‘কিছু সিদ্ধান্ত কোর্টে নেওয়া হয়, আর কিছু সিদ্ধান্ত জনগণ দেয়। এটা ঠিক অামরা একটা সিদ্ধান্তে হেরে গেছি। এতে আমি মোটেও বিস্মিত হয়নি … তবে এতে মনঃক্ষুণ্ন হয়েছি।’
মরিয়ম আওরঙ্গজেব বলেছেন, ‘পিএমএলএন পাকিস্তানের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। সবচেয়ে বেশি রাজনৈতিক কর্মী রয়েছে আমাদের। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, নওয়াজ শরীফকে পদ হতে সরানোর পর পাকিস্তানের জনগণ তাকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আবার পার্লামেন্টে নিয়ে আসবেন।’
উল্লেখ্য, পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরীফের পরিবারের দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধানমন্ত্রীর পদ হতে গতকাল (শুক্রবার) দেশটির সুপ্রিম কোর্ট তাকে অযোগ্য ঘোষণা করেন। রায়ের পর শুক্রবারই নওয়াজ শরীফ পদত্যাগ করেছেন।