দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ এলেই বেসরকারি টিভি চ্যানেলগুলোতে খণ্ড নাটক বা এক সপ্তাহের ধারাবাহিক নাটক নির্মাণের হিড়িক পড়ে যায়। এবারের কোরবানীর ঈদও তার ব্যতিক্রম নয়। এবারের ঈদে আসছে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশার ‘নবাবের প্রেম’।
জানা গেছে, সাগর জাহানের পরিচালিত জনপ্রিয় টিভি সিরিজ ‘আরমান ভাই’-এ জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এবার সেই জনপ্রিয়তার কারণে সিক্যুয়েল নির্মাণে উদ্যোগী হয়েছেন নির্মাতা সাগর জাহান। তিনি এবার এই জুটি জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশাকে নিয়ে নির্মাণ করছেন নতুন টিভি সিরিজ ‘নবাবের প্রেম’। আগামী কোরবানী ঈদ উপলক্ষে নির্মিত ৭ পর্বের এই নাটকটি দেখা যাবে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় সাতদিন।
‘নবাবের প্রেম’ নাটক সম্পর্কে পরিচালক সাগর জাহান বলেছেন, ‘এটি মূলত একটি হাসির নাটক। অনেক জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করছেন। জাহিদ হাসান ভাই বরাবরের মতো এবারও এই নাটকে চমক হিসেবেই থাকছেন।’
‘নবাবের প্রেম’-এ জাহিদকে দেখা যাবে প্রেমের এক মহাপুরুষ হিসেবে। ‘নবাবের প্রেম’ নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। অন্যান্যের মধ্যে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান প্রমুখ। বর্তমানে চলছে নাটকটি চিত্রায়নের কাজ। নির্মাতা সূত্রে জানা গেছে, এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানে প্রচার হবে ‘নবাবের প্রেম’।
This post was last modified on আগস্ট ৩, ২০১৭ 9:58 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার কোনও কাজই সারাদিন ঠিকমতো হচ্ছে না। স্ট্রেসও বাড়ছে। দিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটি বাংলাদেশ) ২০২৪ সালের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কলেজ জীবনের প্রেম তীব্র হয়। যে প্রেম পৃথিবীর সব ধরনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ইম্পালা শিকার করেছে বিশাল…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ খৃস্টাব্দ, ১৪ চৈত্র ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মানুষের জীবনের প্রথম প্রেম, বিচ্ছেদ, এগুলো কিশোর বয়সে সামলে নেওয়া…