কাতার প্রবাসীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কাতারে অবস্থানরত বিদেশী অধিবাসীদের সেদেশে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে কাতার সরকার। সৌদি জোটের অবরোধের মুখেই বিদেশীদের জন্য আকর্ষণীয় প্রস্তাব দিলো কাতার।

এই প্রস্তাবের ফলে এখন থেকে বিদেশীরা চাইলে কাতারের স্থায়ী নাগরিক হতে পারবেন। দেশটিতে কর্মরত বিদেশী নাগরিকরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

এ বিষয়ে কাতারের সরকারি বার্তা সংস্থা কিউএনএ বলেছে, গত বুধবার মন্ত্রিপরিষদে এই বিলটি পাস হয়েছে। এতে কাতারে বসবাসরত হাজার হাজার বিদেশী স্থায়ী নাগরিকত্ব পেতে চলেছেন।

Related Post

জানা গেছে, নতুন এই আইনের কারণে যেসব শিশুর মা কাতারের নাগরিক ও বাবা বিদেশী, তারাও সুবিধার আওতায় চলে আসবেন। শিশুটির বাবা এখন চাইলেই দেশটির নাগরিক হতে পারবেন। যারা কাতারে সরকারি চাকরি করছেন তারাও এখন সেখানকার নাগরিক হতে পারবেন।

ওই বার্তা সংস্থার খবর অনুযায়ী, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিবে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যারা নাগরিকত্ব সুবিধা পাবে, তারা আরও বেশ কিছু সুযোগ-সুবিধার আওতায় অাসবেন। দেশটির অন্যান্য নাগরিকদের মতোই তারাও সরকারি সুযোগ-সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তারা বিনামূল্যে চিকিৎসা এবং শিক্ষা নিতে পারবেন।

ওই আইন পাসের ফলে সশস্ত্র বাহিনী হতে শুরু করে যেকোনো চাকরিও করতে পারবেন। নিজেদের ব্যবসার মালিকানা নিজেদের নামেই রাখা যাবে। ব্যবসা করার ক্ষেত্রেও কাতারের কোনো নাগরিকের অংশীদারিত্ব থাকার প্রয়োজন পড়বে না।

উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কাতারেই এই ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তায় করা যায় না। দীর্ঘদিন ধরে কাজ করে অাসলেও কয়েক মিলিয়ন লোক দেশটিতে বিদেশী হিসেবেই থেকে গেছেন।

জানা গেছে, তেল-সম্পদ সমৃদ্ধ দেশ কাতারের জনসংখ্যা দুই দশমিক চার মিলিয়ন। যাদের ৯০ শতাংশই বিদেশী নাগরিক। দক্ষিণ এশিয়া হতে যাওয়া লোকজনের সংখ্যাই দেশটিতে বেশি। মূলত নির্মাণ শিল্পে কাজের জন্য দেশটিতে বিদেশীদের আগমন ঘটে।

উল্লেখ্য যে, সৌদি আরবের সঙ্গে গত ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে মিসর, বাহরাইন এবং সংযুক্ত আরব অামিরাত। মুসলিম ব্রাদারহুডসহ জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন, অর্থায়ন এবং লালন পালনের অভিযোগে দেশগুলো দোহারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অবরোধ আরোপ করেছে। কাতারের জন্য আকাশসীমা, স্থলবন্দর এমনকি সমুদ্রবন্দরও বন্ধ করে দিয়েছে উপসাগরীয় এই চারটি দেশ।

This post was last modified on আগস্ট ৯, ২০১৭ 11:27 পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

মোটা হলে ব্রণ হতে পারে! ফলে-শাকেই তার ক্ষয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…

% দিন আগে

স্যামসাং নিয়ে এলো দূর্দান্ত এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…

% দিন আগে

ভিটামিন বি১২-এর অভাবে রক্তাল্পতা ও দেখা দেয় স্নায়ুর রোগও!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…

% দিন আগে

আজিমপুর কবরস্থানে শায়িত হলেন প্রবীর মিত্র

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…

% দিন আগে

ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি পৌনে ৪৬ হাজার ছাড়ালো

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…

% দিন আগে

রিল তৈরি করতে জাতীয় সড়কে আগুন! যুবক গ্রেফতার

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…

% দিন আগে