দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জিমেইল এবার আরও একটি সুবিধা নিয়ে আসছে। জিমেইল এবার ক্ষতিকর লিংক সম্পর্কে তাদের গ্রাহকদের সতর্ক বার্তা দেবে!
বর্তমান সময়ে প্রযুক্তির যেমন নানা রঙে সেজেছে ঠিক তেমনি অসাদুরাও প্রযুক্তিকে হাতিয়ার করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। সেটি হতে পারে আপনার নিজস্ব কোনো সাইট কিংবা ই-মেইল অ্যাকাউন্ট। এই বিষয়গুলো দীর্ঘদিন ধরেই সমস্যা আকারে উঠে এসেছে। তাই এবার জিমেইল ব্যবহারকারীদের সাইবার হামলা হতে রক্ষা করতে ক্ষতিকর লিংক শনাক্ত করে সতর্ক করার উদ্যোগ নিয়েছে জিমেইল।
জানানো হয়েছে, ব্যবহারকারীদের ইনবক্স পর্যালোচনা করে ক্ষতিকর লিংকযুক্ত ই-মেইল বার্তা এলেই স্বয়ংক্রিয়ভাবে সেটির সতর্কবার্তা পাঠাবে জিমেইল কর্তৃপক্ষ। বার্তা প্রেরকের পরিচয় সম্পর্কে সন্দেহ হলে কিংবা অনির্ভরযোগ্য ওয়েবসাইট হতে মেইল এলেও বক্স আকারে সেটিরও সতর্ক করবে।
জিমেইল বলেছে যে, সতর্কবার্তা এলেও ব্যবহারকারী ইচ্ছে করলে এসব মেইল বার্তা খুলতেও পারবেন। তবে প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।