দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করলেন শান্তিতে নোবেল পুরষ্কারজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করলেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে রোহিঙ্গাদের হয়ে কথা বলার জন্যও আহ্বান জানিয়েছেন মালালা।
রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিবিসিকে মালালা ইউসুফজাই বলেছেন, “লাখ লাখ মানুষ ঘর ছাড়া হয়েছে। এখন অামরা চুপ করে থাকতে পারি না।” মিয়ানমারে সহিংসতা নিয়ে অান্তর্জাতিক প্রতিক্রিয়ারও অাহ্বান জানিয়েছেন এই মানবাধিকার কর্মী মালালা।
রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে মিয়ানমারের প্রতিও অাহ্বান জানান এই অক্সফোর্ডের শিক্ষার্থী মালালা।
মালালা বলেন, “এটা মানবাধিকারের বিষয়। সরকারগুলোর এই বিষয়ে প্রতিক্রিয়া দেখানো দরকার। মানুষ আজ বাস্তুচ্যুত হচ্ছে, শিকার হচ্ছেন সহিংসতার। শিশুরা শিক্ষার সুযোগ হতে বঞ্চিত হচ্ছে, তারা মৌলিক অধিকারগুলোই পাচ্ছে না। সন্ত্রাস এবং অাশপাশে সহিংসতা বিদ্যমান এমন পরিস্থিতিতে বেঁচে থাকা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে”।
উল্লেখ্য, গত ২৪ অাগস্ট মিয়ানমারে রাখাইনে পুলিশ চেকপোস্ট এবং সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সেখানে পাল্টা সেনা অভিযানের মুখে দেশ ছাড়তে থাকে রোহিঙ্গা মুসলিমরা। জাতিসংঘের হিসাব মতে, গত বুধবার পর্যন্ত প্রায় ১ লাখ ৪৬ হাজার রোহিঙ্গা মিয়ানমার হতে পালিয়ে বাংলাদেশে ঢুকেছে।