The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

মাছরাঙা টিভিতে আসছে উর্মিলার ‘প্রেমনগর’

এই নাটকটি কমেডি ঘরানার নাটক

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মাছরাঙা টিভিতে আসছে জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর শ্রাবন্তী অভিনীত ধারাবাহিক নাটক ‘প্রেমনগর’।

মাছরাঙা টিভিতে আসছে উর্মিলার 'প্রেমনগর' 1

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা কর শ্রাবন্তী অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘প্রেমনগর’এর প্রচার শুরু হবে মাছরাঙা টিভিতে আগামী ২৬ সেপ্টেম্বর।

শাহাবুদ্দীনের রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় ‘প্রেমনগর’ নাটকটি প্রযোজনা সংস্থা আর কে প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে।

এ বিষয়ে উর্মিলা বলেছেন, এই নাটকটি কমেডি ঘরানার নাটক। কমেডির মধ্যেও প্রেম-ভালোবাসা, বর্তমান প্রেক্ষাপট সবই দেখা যাবে এই নাটকটিতে। আশা করছি নাটকটি দর্শকদের খুব ভালো লাগবে।

নাটকটিতে উর্মিলা ছাড়াও অভিনয় করেছেন কে এস ফিরোজ, সাবেরী আলম, মীর সাব্বির, ডা. এজাজ, আ খ ম হাসান, আরফান আহমেদ, তানিয়া বৃষ্টি, তাসনুভা তিশা, শবনম পারভীন, তানাজ রিয়া, তারিক স্বপন, সানজিদা তন্ময় প্রমুখ অভিনয় শিল্পী।

মাছরাঙা টিভিতে আসছে উর্মিলার 'প্রেমনগর' 2

মাছরাঙা টিভিতে এই নাটকটি নিয়মিতভাবে প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ১১টায় প্রচারিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...