দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিয়ানমারের নেত্রী অং সান সু চির পুরস্কার ও সম্মানসূচক ডিগ্রী স্থগিত করেছে ব্রিটেনের একটি বৃহত্তম বাণিজ্য ইউনিয়ন। সু চি তার রাজনৈতিক জীবনে গৃহবন্দী থাকার সময় ওই পুরস্কার পেয়েছিলেন।
মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চির বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাকে দেওয়া একটি পুরস্কার স্থগিত করেছে ব্রিটেনের একটি বৃহত্তম বাণিজ্য ইউনিয়ন। সু চি তার রাজনৈতিক জীবনে গৃহবন্দী থাকার সময় ওই পুরস্কার পেয়েছিলেন। শুধু ওই একটি সংস্থাই নয়, ব্রিটেনের আরও কয়েকটি সংস্থা ও বিশ্ববিদ্যালয় সু চিকে দেওয়া তাদের পুরস্কার ও সম্মানসূচক ডিগ্রি স্থগিত করেছে। আবার অনেকেই পর্যালোচনা করছে।
সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন, নিপীড়নের ঘটনায় এক মানবিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সু চি এক প্রকার নীরব ভূমিকা পালন করছেন। গত মঙ্গলবার রোহিঙ্গা সংকট নিয়ে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন এই নেত্রী।
স্থানীয় সময় সকাল ৯টা ৪ মিনিটে টেলিভিশনে ভাষণে জাতির উদ্দেশে সু চি বলেন, আন্তর্জাতিক চাপে ভীত নয় মিয়ানমার। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনী শান্তিরক্ষায় সব সময় অঙ্গীকারবদ্ধ। সেখানে শান্তি না আসা পর্যন্ত সেনা অভিযান চলবে। আমরা শান্তি ও ঐক্য চাই, যুদ্ধ চাই না। জাতির উদ্দেশে ভাষণে রোহিঙ্গা সংকট নিয়ে তেমন কোনো সমাধানের কথা উল্লেখ না করে বরং সেনাবাহিনীর পক্ষেই সাফাই গেয়েছেন এই নেত্রী। যে কারণে আবারও আন্তর্জাতিকভাবে সমালোচনার শিকার হলেন সু চি।