দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিছু জরুরি কোড রয়েছে যেগুলো অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা অত্যন্ত জরুরি বিষয়। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আজ জরুরি কিছু কোড জেনে নিন।
এই প্রযুক্তিনির্ভর যুগে সবচেয়ে বেশি অগ্রগতির আইটেমটি হলো মোবাইল ফোন। বাংলাদেশেও খুব কম সময়ে মোবাইল ফোন ব্যবহারের সংখ্যা বেড়েছে। আর এই মোবাইলের মধ্যে বিশেষ করে অ্যান্ড্রয়েড সেটগুলো বেশি ব্যবহার করা হচ্ছে। তবে আমাদের অনেকেরই জানা নেই যে, অ্যান্ড্রয়েড ফোনেরই রয়েছে কিছু জরুরি নাম্বার কোড, যার মাধ্যমে আপনি আপনার মোবাইলের দরকারি কাজগুলো খুব সহজেই করতে পারবেন। আজ এইসব জরুরি কোডগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে।
জেনে নিন সেসব কোডগুলো:
# সফ্টওয়্যার ও হার্ডওয়্যার সম্পর্কে যাবতীয় তথ্য পেতে হলে: *#12580*369#
# মোবাইলের আইএমইআই নাম্বার জানার কোড হলো: *#06#
# ফ্যাক্টরি রিসেট সেটিংয়ের জন্য কোড হলো: #*#7780#*#
# ক্যামেরা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে হলে: #*#34971539#*#
# র্যামের মেমরি ভার্সন জানতে হলে: #*#3264#*#
# ভয়েস ডায়াল মোড অ্যাক্টিভ করতে হলে: #*#8351#*#
# মোবাইলের বেসিক তথ্য জানতে হলে: #*#4636#*#