দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার স্ন্যাক আজাদের গানের মডেল হলেন মিলন খান ও ঊম্মে মেলিসা। ‘প্রিয়তমা’ নামে নতুন একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে এই জুটিকে।
সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ‘কলের গান’ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই মিউজিক ভিডিওটি দর্শকরা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি টিভিতেও।
‘প্রিয়তমা’র গানের কথা লিখেছেন স্ন্যাক আজাদ। সুর ও সংগীত রাজেশ ঘোষ।
গানটি সম্পর্কে মডেল মিলন খান বলেছেন, ‘গানটি সত্যিই অসাধারণ হয়েছে। এর চিত্রায়নটাও অনেক সুন্দর। গানটির চিত্রায়নে ছিলেন জি স্বাধীন। সব মিলিয়ে অনেক ভালো একটি কাজ করতে পেরেছি। আশা করি ভিডিওটি সকলের ভালোলাগবে।’
‘প্রিয়তমা’ দর্শকদের মন ভরাবে উল্লেখ করে উম্মে মেলিসা এ বিষয়ে বলেছেন, ‘গানটি আমার কাছে অনেক শ্রুতিময় লেগেছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণটাও অনেক ভালো লেগেছে। কাজটি করতে পেরে আমি খুব খুশি ও আনন্দিত। আশা করছি, ভিডিওটি দর্শকরাও খুব ভালোভাবে গ্রহণ করবেন।’